শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৮:০৬ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাত‌কে চেয়ারম্যান পদে চাচাতো ভাইয়ের প্রতিদ্বন্দ্বি চাচাতো ভাই

নুর উদ্দিন: [২] ছাতকের উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই পরিবারে দুই প্রার্থী। একে অপরের চাচাতো ভাই। একজন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। অপর জন নৌকা প্রতীকের বিরু‌দ্ধে বি‌দ্রোহী প্রার্থী। নির্বাচনের মাঠে পারিবারিক লড়াই অনেকটাই উত্তাপ ছড়ি‌য়ে প‌ড়েছে বলে দাবি ভোটারদের।

[৩] জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপ‌জেলা যুবলী‌গের সাধা‌রন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার চাচা‌তো ভাই এড‌ভো‌কেট ম‌নির উ‌দ্দিন আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী হ‌য়ে‌ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা সামছুল ইসলাম খান।

[৪] ভোট যু‌দ্ধের লড়াইয়ে তিনজন প্রার্থীই নিবাচনী মা‌ঠে এ‌কে অপ‌রের বিরু‌দ্ধে নানা অ‌নিয়ম দুর্নীতি লুটপা‌টের অ‌ভি‌যোগ তো‌লে প্রচার প্রচারনা চা‌লা‌চ্ছেন।

[৫] ভোটাররা বলছেন, ভোটের লড়াই হবে বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ ও স্বতন্ত্র প্রার্থী সামছুল ইসলাম খানের মধ্যে। তবে চেয়ারম‌্যান প‌দে এক ঘরে দুই প্রার্থী থাকায় সু‌বিধাজনক অবস্থানে রয়েছেন সামছুল ইসলাম খান।

[৬] আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিল্লাল আহমদ বলেন, সততার কারণেই দুইবার ইউনিয়নবাসী ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আগামী ১১ নভেম্বর জনগণ ভোট দিয়ে এবারও নির্বাচিত করবেন।

[৭] এড‌ভো‌কেট ম‌নির উ‌দ্দিনের দাবি, মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে এবং সেই সঙ্গে বহিরাগত সন্ত্রাসীদের প্রবেশ ঠেকানোর দাবিও করেছেন তিনি।

[৮] সামছুল ইসলাম খান জানান, বহিরাগত সন্ত্রাসী যেন এলাকায় প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে রিটার্নিং কর্মকতার। মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেই আমরা বিজয় নি‌শ্চিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়