জিয়া উদ্দিন: [২] পটুয়াখালী কুয়াকাটা মহা সড়কের বরগুনার আমতলীর আমড়াগাছিয়ায় দুটি চট্টগ্রামগামী পরিবহণের সংঘর্যে মা ও পুত্র নিহত ও ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
[৩] প্রত্যক্ষদর্শী ও আমতলী থানা পুলিশ সূত্রে জানাগেছে, আমতলী থেকে কুড়িগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো- ব ১৪৭৮৩৫) এবং চট্টগ্রাম থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা সেন্টমার্টিন সেবা পরিবহন (ঢাকা মেট্রো- ব ১৪৭২২৯) শনিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে আমতলীর আমড়াগাছিয়ার তেল পাম্পের কাছে মুখোমুখি সংর্ঘষ হয়।
[৪] এতে সেন্টমার্টিন সেবা পরিবহণের যাত্রী চিটাগাং ইপিজেড এর বাসিন্ধা মো. ইমরান এর স্ত্রী আয়শা বেগম (৩০) ও শিশুপুত্র আয়ান (১) ঘটনাস্থলেই মারা যান।
[৫] দুর্ঘটনায় আহত হন মো. ইমরান (৩৫), মেয়ে মরিয়ম (১৬), মেয়ে খাদিজা (১১), সেন্ট মার্টিন সেবা বাসের ড্রাইভার মো. শাহীন (৩৫), সুপার ভাইজার রাজিব (৩০), যাত্রী শ্রী তপন সেন (৪০), মো. লিটন (৩৪), মো. শাহজাহান (৩০), চন্দন মল্লিক (২৫), রেবেকা সুলতানা (২৮), মো. আসাদুল (৩০), মোসা. লতিফা (২৮), হানিফ (৪০)।
[৬] আমতলী স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সুমন জানান, স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার পূর্বেই আয়শা বেগম (৩০) ও আয়ান (১) মারা যান। এছাড়া আহত ২৫জনকে আমতলী স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুত্বর ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে গাড়ী ড্রাইভার শাহীন সংঙ্কামুক্ত নন।
[৭] আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার জানান, দুর্ঘনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের আমতলী হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত আমতলী থানায় কোন মামলা হয়নি। ঘাতক বাস দুটিকে আটক করা হয়েছে।