শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৫:১২ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের বিপক্ষে নিজেদেরই ফেভারিট ভাবছে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা

স্পোর্টস ডেস্ক : [২] আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচের আগে নিজেদেরই ফেভারিট ভাবছে লঙ্কানরা।

[৩] বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা খুব একটা ফর্মে ছিল না। অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপের আগে টানা তিন সিরিজে হারিয়েছে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে।

[৪] কিন্তু বিশ্বকাপের মঞ্চে দুই দলের তুলনামূলক চিত্রে এগিয়ে আছে শ্রীলঙ্কাই। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারানো দলটি প্রথম রাউন্ডের তিনটি ম্যাচই জিতেছে দাপটের সাথে। অন্যদিকে দুটি ম্যাচ জিতে গ্রুপ রানার-আপ হয়ে সুপার টুয়েলভে ওঠা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হেরে বসেছিল স্কটল্যান্ডের কাছে।

[৫] রবিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সুপার টুয়েলভের ম্যাচ। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, এই ম্যাচে আমি নিজেদেরই ফেভারিট ভাবছি। কোয়ালিফায়ারের ম্যাচগুলো জয়ের পর বাংলাদেশ জয়ের ধারায় আছে। তবে আমাদের দলটা তুলনামূলক ভালো। আমাদেরই বেশি সুযোগ আছে। ছেলেরা ভালো করেছে, নিজেদের স্কিল দেখিয়েছে। তারা টুর্নামেন্ট জিততে পারে সেই সামর্থ্য প্রমাণ করেছে।

[৬] নিজেদের ফেভারিট ভাবলেও শানাকা অবশ্য বাংলাদেশকে হালকাভাবে দেখতে নারাজ। তার ভাষ্য, কোয়ালিফায়ারে বাংলাদেশ ভালো করেছে। টি-টোয়েন্টি ছোট খেলা। আমাদের দিনে আমরা কতটা ভালো তা সবাই দেখেছে। ভালো একটি ম্যাচ হবে। আমাদের নিজেদের শক্তি কাজে লাগিয়ে খেলতে হবে। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়