ইফতেখার অলম: [২] রাজশাহীর পাইনবাবগঞ্জ থেকে ৩টি ওয়ার শুটারগানসহ মোঃ মিঠন মিয়া (২৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রে করেছে র্যাব-৫।
[৩] শুক্রবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বংপুর এলাকার একটি মুরগীর ফার্মের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
[৪] গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী গোমস্তাপুর থানাধীন মোঃ আব্দুল লতিফের ছেলে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় রাজশাহী র্যাব-৫ এর প্রেরণকৃত একটি মেইলে এ খবর জানানো হয়। বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৩টি দেশীয় লোহার তৈরী এক নলা বিশিষ্ট ওয়ানশুটার গানসহ মিঠন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি