মাজহারুল ইসলাম: [২] ঢাকা আর্মি স্টেডিয়ামে শুক্রবার বিকেলে শহীদ শেখ রাসেল ৩৭তম জাতীয় জুনিয়র (বয়স ভিত্তিক) অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২১ এর উদ্বোধনকালে এ কথা বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। ঢাকা পোস্ট
[৩] প্রতিমন্ত্রী বলেন, এ ছাড়াও করোনাকালীন সময়ে আমরা প্রায় পাঁচ হাজারের অধিক ক্রীড়াবিদকে প্রায় পৌনে চার কোটি টাকার অনুদান প্রদান করেছি।
[৪] যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা এমন একজন ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী পেয়েছি। তাঁর কাছে খেলাধুলার উন্নয়নে যা চেয়েছি তাই পেয়েছি। তিনি সবসময় ক্রীড়াঙ্গনকে পৃষ্ঠপোষকতা করে আসছেন।