ফাহমিদুল কবীর: [২] এবছরের জুলাইয়ে যুক্তরাজ্যের উইন্ডসর প্রাসাদের পাশের একটি বাগানে বিশ্রমরত মিস্টার ডেভিসের শরীরে বিমান থেকে মানব বর্জ্য এসে পড়ে। দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
[৩] বিমানটি ডেভিসের বাগানের উপর দিয়ে উড়ে যাওয়ার পরের মূহুর্তেই তার বাগান ও শরীর বর্জ্যময় হয়ে পড়ে।
[৪] বিমানটি হিথ্রো বিমানবন্দরের অবতরন করে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। তারা আরও বলেন, মাঝে মধ্যেই বিমানগুলো হিমায়িত বর্জ্য বিরানভূমিতে বিমান থেকে নিষ্কাশন করে থাকে।
[৫] কিন্তু ডেভিসের শরীর ও বাগানে পড়া বর্জ্য হিমায়িত ছিলনা বলেই তা ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ গরম আবহাওয়ার কারনে বর্জ্য দ্রুত নিষ্কাশনের ঘটনা ঘটার ধারনা করছেন। এধরনের অনাকাক্সিক্ষত ঘটনা আবাসিক এলাকায় আর ঘটবে না বলে আশা ব্যক্ত করেন তারা।