মাজহারুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) করোনার বুস্টার ডোজ হিসেবে মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়ে বলেছে, পূর্বে একজন ২ ডোজ যে টিকা নিয়েছেন তিনি বুস্টার ডোজ হিসেবে সেই টিকাও নিতে পারবেন। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ডেইলি স্টার
[৩] মিশ্র টিকা নেওয়ার ওপর সমীক্ষা চালানোর পর এই অনুমোদন দেওয়া হলো। স¤প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ ৪৫৮ জনের ওপর পরীক্ষামূলকভাবে ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগ করে যে তথ্য পেয়েছে তার ওপর ভিত্তি করে এফডিএ'র উপদেষ্টা পর্ষদ এই অনুমোদন দিয়েছে।
[৪] এর আগে এফডিএ বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা অনুমোদন দিয়েছিল। টিকার প্রথম ডোজ নেওয়ার ৬ মাস পর ৬৫ বছর ও এর বেশি বয়সীদের বাড়তি সুরক্ষা দিতে এই অনুমোদন দেওয়া হয়েছিল। গত সপ্তাহে সংস্থাটির উপদেষ্টা পর্ষদ একই বয়সের মানুষের জন্যে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ হিসেবে মডার্নার টিকা অনুমোদনের পক্ষে ভোট দেয়। পাশাপাশি, প্রথম ডোজে অন্য টিকা নেওয়ার ২ মাস পর দ্বিতীয় হিসেবে জনসন অ্যান্ড জনসনের টিকা নেওয়ার অনুমোদনও দেওয়া হয়েছে।