শাহাজাদা এমরান: [৩] কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে কুমিল্লা-বুড়িচং-মীরপুর সড়কের খাড়াতাইয়া গাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৩] বুড়িচং থানার উপ-পরিদর্শক আবদুল জাব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
[৩] নিহতরা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের লিটন মিয়ার ছেলে আরিফুল ইসলাম (১৮) ও একই উপজেলার নগরপাড় গ্রামের শাহীন মিয়ার ছেলে নয়ন (২০)। তাদের দু’জনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
[৪] এদিকে এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক মোশাররফ হোসেন চৌধুরী (৩৯) ও হেলপার রাজন সরকারকে আটক করেছে পুলিশ।
[৫] পুলিশ জানান, ব্রাক্ষণপাড়াগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয় ওই কাভার্ডভ্যান। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এর চালক ও আরোহীর। সম্পাদনা: হ্যাপি