ফাহাদ ইফতেখার:[২] বিশ্ব বিদ্যালয়গুলো তাদের ক্যাম্পাসে বিভিন্ন সময়ে ওঠা যৌন হয়রানির অভিযোগগুলো যথাযথভাবে নিষ্পত্তি করেনি। আলজাজিরার করা এক অনুসন্ধানী প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
[৩] প্রতিবেদনে বলা হয়, দোষী ব্যক্তিদের সাজা দেওয়ার পরিবর্তে অভিযোগগুলো খারিজ করায় বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষ বেশি তৎপরতা দেখিয়েছে।
[৪] এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে অক্সফোর্ড, কেমব্রিজ, গ্রাসগো এবং ওয়ারউইক।
[৫] আল-জাজিরার অনুসন্ধানী দল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে চিহ্নিত করেছে। তারা নিজেদের পদ ও ক্ষমতা ব্যবহার করে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেছেন বলে প্রাক্তন বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন।
[৬] আল-জাজিরা তাদের ‘ডিগ্রিস অব অ্যাবিউজ’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনটি মঙ্গলবার প্রকাশ করেছে। ।