মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার (১৯ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ডিবিসি টিভি
[৩] প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব মানুষ তার স্ব স্ব ধর্ম পালনের পাশাপাশি শান্তিতে বসবাস করবে। দেশে যেনো কোনো সাম্প্রদায়িকতার ঘটনা না ঘটে সে ব্যপারে সব ধরনের চেষ্টা চলছে।
[৪] তিনি বলেন, আমি চাই, দেশের প্রত্যেকটা মানুষের জীবন সুন্দর হোক, তারা সবাই স্বাধীনভাবে বসবাস করুক।
[৫] বঙ্গবন্ধুর হত্যার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, খুনি মুস্তাকের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলো। তারা আমার আদরের ছোট ভাই শেখ রাসেলকেও খুন করার নিদের্শ দিয়েছিলো।
[৬] শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে তিনি বলেন, কোনো পথ শিশুই আর কষ্টে থাকবে না। শিশুরা যাতে ক্ষুধা এবং কোনো ধরনের নির্মমতার স্বীকার না হয়। সেইজন্য ঘর, শিক্ষা, চিকিৎসা ও তাদের মেধা বিকাশের চেষ্টা করে যাচ্ছি।