শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর ইকরামুল ইসলাম (২৬) নামের এক ইজিবাইক চালকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের মাঠের একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইকরামুল সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে বলে পুলিশ জানিয়েছে।

[৪] কোলা ক্যাম্পের এএসআই সামছুল আলম জানান, মাঠের ধানক্ষেতে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধারের পর নিখোঁজ ইকরামুলের বলে তার পরিবার শনাক্ত করে।

[৫] কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, মরদেহটি সনাক্ত হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

[৬] ইকরামুলের বড় ভাই রুহুল আমিন জানান, গত ১২ অক্টোবর মঙ্গলবার সকালে ভাড়ায় চালানোর জন্য প্রতিদিনের ন্যায় নিজ গ্রাম তেতুলবাড়িয়া থেকে ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে ইকরামুল ইজিবাইক নিয়ে রওনা হয়। রাতে বাড়ি না ফিরলে তার ফোনে যোগাযোগ করা হয়।

[৭] সে সময় ইকরামুল জানান, তিনি বাড়ি ফিরছেন। তারপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়