শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইনু

শাহীন খন্দকার: [২] সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু (এমপি)। তিনি বলেন, কোনো হিন্দু পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে নিজেদের ধর্মের অধর্ম করবে না।

[৩] হাসানুল হক ইনু বলেন, হিন্দুদের ওপর হামলার অছিলা তৈরির জন্য যারা মণ্ডপে কোরআন শরীফ রেখেছিল তারাই কোরআন শরীফের অবমাননা করেছে। কোরআন শরীফকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারসহ হিন্দুদের ওপর হামলার অছিলা হিসেবে ব্যবহার করাই কোরআন শরীফের সবচেয়ে বড় অবমাননা।

[৪] এসময় তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামান্যতম শৈথিল্য না দেখিয়ে কঠোর হস্তে হিন্দুদের ওপর হামলাকারীদের দমন করতে হবে। যেকোনো মূল্যে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

[৫] সোমবার রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

[৬] ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার (এমপি), স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড.আনোয়ার হোসেন,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লাসহ বাংলাদেশ ছাত্রলীগ (হা-ন) সভাপতি আহসান হাবীব শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

[৭] মানববন্ধন ও সমাবেশ শেষে জাসদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করেন।সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়