শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে এক সপ্তাহে ১৬ হাজার ৫৫০ জন বাংলাদেশীসহ অবৈধ প্রবাসী গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরবে গত এক সপ্তাহে ১৬ হাজার ৫৫০ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের রেসিডেন্সি আইন, শ্রম আইন, এবং সীমান্ত আইন ভঙ্গের অপরাধে এসকল প্রবাসীদেরকে গ্রেফতার করেছে জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত) এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বাহিনী।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে, গত ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে গ্রেফতারকৃত অবৈধ প্রবাসীদের মধ্যে ৭ হাজার ৩১৮ জন বাংলাদেশীসহ বিভিন্ন দেশের নাগরিকদের রেসিডেন্সি (আকামা) আইন ভঙ্গের অপরাধে গ্রেফতার করা হয় , ৭ হাজার ১৯০ জনকে সীমান্ত নিরাপত্তা ও আইন ভঙ্গের অপরাধে, এবং ২ হাজার ৪২ জনকে শ্রম আইন ভঙ্গের অপরাধে গ্রেফতার করা হয়েছে।

[৪] অবৈধ পথে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময়ে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৩২৫ জনকে। এদের মধ্যে ৫০ শতাংশ ছিলেন ইয়েমেনি নাগরিক, ৪৬ শতাংশ ছিলেন ইথিওপিয়ান নাগরিক, এবং বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

[৫] অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরব থেকে পালাবার সময় গ্রেফতার করা হয়েছে ৫৫ জন প্রবাসীকে।

[৬] এছাড়াও অবৈধ পথে প্রবাসীদের সীমান্ত পার হতে এবং অবৈধ প্রবাসীদের যাতায়াত, এবং আশ্রয় প্রদান করে সহায়তা করার জন্য ১০৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ ।

[৭] সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে জানিয়ে যে,, যদি কেউ অবৈধ প্রবাসীদের অবৈধ উপায়ে সীমান্ত পার হতে সহায়তা করেন, বা তাদের পরিবহণে সহায়তা করেন বা আশ্রয় প্রদান করেন, তবে সহায়তাকারীদের ১৫ বছর জেল এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করে শাস্তি প্রদান করা হবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়