শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবে এক সপ্তাহে ১৬ হাজার ৫৫০ জন বাংলাদেশীসহ অবৈধ প্রবাসী গ্রেফতার

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: [২] সৌদি আরবে গত এক সপ্তাহে ১৬ হাজার ৫৫০ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরবের রেসিডেন্সি আইন, শ্রম আইন, এবং সীমান্ত আইন ভঙ্গের অপরাধে এসকল প্রবাসীদেরকে গ্রেফতার করেছে জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত) এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বাহিনী।

[৩] সৌদি গেজেটের প্রতিবেদনের বরাত জানা যায় যে, গত ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে গ্রেফতারকৃত অবৈধ প্রবাসীদের মধ্যে ৭ হাজার ৩১৮ জন বাংলাদেশীসহ বিভিন্ন দেশের নাগরিকদের রেসিডেন্সি (আকামা) আইন ভঙ্গের অপরাধে গ্রেফতার করা হয় , ৭ হাজার ১৯০ জনকে সীমান্ত নিরাপত্তা ও আইন ভঙ্গের অপরাধে, এবং ২ হাজার ৪২ জনকে শ্রম আইন ভঙ্গের অপরাধে গ্রেফতার করা হয়েছে।

[৪] অবৈধ পথে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময়ে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৩২৫ জনকে। এদের মধ্যে ৫০ শতাংশ ছিলেন ইয়েমেনি নাগরিক, ৪৬ শতাংশ ছিলেন ইথিওপিয়ান নাগরিক, এবং বাকিরা বিভিন্ন দেশের নাগরিক।

[৫] অবৈধ উপায়ে সীমান্ত পার হয়ে সৌদি আরব থেকে পালাবার সময় গ্রেফতার করা হয়েছে ৫৫ জন প্রবাসীকে।

[৬] এছাড়াও অবৈধ পথে প্রবাসীদের সীমান্ত পার হতে এবং অবৈধ প্রবাসীদের যাতায়াত, এবং আশ্রয় প্রদান করে সহায়তা করার জন্য ১০৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ ।

[৭] সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে জানিয়ে যে,, যদি কেউ অবৈধ প্রবাসীদের অবৈধ উপায়ে সীমান্ত পার হতে সহায়তা করেন, বা তাদের পরিবহণে সহায়তা করেন বা আশ্রয় প্রদান করেন, তবে সহায়তাকারীদের ১৫ বছর জেল এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করে শাস্তি প্রদান করা হবে

  • সর্বশেষ
  • জনপ্রিয়