মাহিন সরকার : [২] গতকাল থেকে শুরু হওয়া ২৩তম বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টায়ার-১ এর ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করা রংপুর বিভাগ প্রথম দিন শেষ করেছে ৮ উইকেটে ২২৬ রান তুলে।
[৩] রংপুরের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার জাহিদ জাভেদ। ত্রিশোর্ধ্ব ইনিংস এসেছে আরও তিনটি। ৩ নম্বরে নামা মাহামুদুল হাসান ৩৪, অধিনায়ক নাইম ইসলাম ৩০ ও নাসির হোসেনের ব্যাট থেকে আসে ৩২ রান। মাঝে আলাউদ্দিন বাবু ফিরেছেন ২২ রান করে। ধীমান ঘোষ ২২ ও ১০ রানে অপরাজিত আছেন রবিউল হক।
[৪] খুলনার হয়ে অফ স্পিনার মেহদী হাসান মিরাজ ৩৩ ওভারে ৮১ রান খরচায় নেন ৪ উইকেট। ১৭ ওভারে ৪৫ রান খরচায় ৩ উইকেট পেসার আল আমিন হোসেনের।