স্পোর্টস ডেস্ক : [২] ভারত-পাকিস্তান লড়াই মানেই দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া ক্রিকেট বিশ্বের, এগুলো এখন সোনালী অতীতই বলা যায়। দুই দেশের বৈরী সম্পর্কের কারণে এখন দুই দলের দেখাই হয় কালেভদ্রে।
[৩] ২০১৯ বিশ্বকাপে সর্বশেষ একে অপরের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত ও পাকিস্তান, প্রায় ২ বছর পর ২৪ অক্টোবর আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দেশ।
[৪] বিরাট কোহলি বলেন, আমি কখনও এই ম্যাচকে আর পাঁচটা ম্যাচের থেকে আলাদা মনে করিনি। আমি অন্য ম্যাচগুলোর কথা মাথাতে রেখেই এই ম্যাচটাকে অ্যাপ্রোচ করি। আমি জানি এই ম্যাচকে ঘিরে আলাদা করে অতিরিক্ত প্রচার রয়েছে, তার বেশির ভাগটাই টিকিট বিক্রি এবং টিকিটের চাহিদা নিয়ে। - জি নিউজ