আসিফুজ্জামান পৃথিল: [২] সাধারণ অর্থনীতির জন্য এটি হতে পারতো সুসংবাদ। কিন্তু উত্তর কোরিয়ার মতো বিপদগ্রস্ত অর্থনীতির জন্য এটি বড় আতঙ্ক নিয়ে এসেছে। আল-জাজিরা
[৩] কিম জং উনের দেশ ইতিহাসের কঠোরতম অবরোধে জর্জরিত। বিশাল খাদ্য সঙ্কট ও মহামারির কারণে বাণিজ্য প্রায় পুরোটাই বন্ধ। গত দুই দশকের মধ্যে গতবছর সবচেয়ে বড় ধস দেখেছে অর্থনীতি।
[৪] কিন্তু এবছর ডলারের বিপরীতে উত্তর কোরিয় ওনের দর বেড়েছে ২৫ শতাংশ।
[৫] অতিমারিকালে কেউ সীমান্ত পার হতে চাইলেই বিনা উসকানিতে তাকে গুলি করা হচ্ছে। ফলে বৈদেশিকমুদ্রা প্রবাহ শূণ্য। এর ফলেই দর বাড়ঝে ওনের।