ওয়ালিউল্লাহ সিরাজ: [২] নিউ সাউথ ওয়েলসের প্রধান ডোমেনিক পেরোটে শুক্রবার বলেন, ১ নভেম্বর থেকে নিউ সাউথ ওয়েলস ও সিডনি সবার জন্য খুলে দেওয়া হচ্ছে। আপনি পুরোপুরি টিকাগ্রহণ করে থাকলে চমৎকার এ রাজ্যে আসতে পারেন। রয়টার্স
[৩] দেশটির প্রধানমন্ত্রী গত মাসে বলেন, যারা দেশের বাইরে যেতে চান অথবা অস্ট্রেলিয়ায় আসতে চান তারা নভেম্বরের শুরুতে ভ্রমণ করতে পারবেন।
[৪] ২০২০ সালের মার্চ মাস থেকে দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে গেলে বন্ধ করে দেওয়া হয়। তবে গুরুত্বপূর্ণ কাজ এবং স্থায়ী বাসিন্দাদের জন্য শুধু প্রবেশের অনুমতি ছিলো। সেই ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টাইন ছিলো বাধ্যতামূলক।
[৫] দেশটিতে ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার পর স্বাস্থবিধি শিথিল করা হয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখের বেশি মানুষ। আর মারা গেছেন ১ হাজারের অধিক। সম্পাদনা : রাশিদ