শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০১:১৯ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ক্ষুদে লেগস্পিনারের বোলিংয়ে মুগ্ধ শচীন টেন্ডুলকার (ভিডিও)

স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরেই ঘুরছে বাংলাদেশের এক খুদে লেগ স্পিনারের ভিডিও। ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় বরিশালের আসাদুজ্জামান সাদিদ নামের ৬ বছরের ছেলেটা তার কব্জির মোচড়ে কাবু করছেন ব্যাটারকে।

ক্রিকেটে লেগস্পিন মানেই এক অদ্ভুত মায়াবী সৌন্দর্য। যুগে যুগে লেগস্পিনারদের কবজির মোচড়ে বিভ্রান্ত হয়েছেন ব্যাটাররা, বিমোহিত হন বিশেষজ্ঞ থেকে শুরু করে আপামর ক্রিকেটপ্রেমীরা।

আর সেই লেগস্পিনারের বয়স যদি হয় মাত্র ছয়, তাহলে তা শচীন টেন্ডুলকারেরও নজর কাড়তে বাধ্য। যেমনটা হলো বরিশাল সদরের ছয় বছর বয়সী ক্ষুদে লেগস্পিনার সাদিদের বেলায়। তার লেগ স্পিন ব্যাটারকে ফাঁকি দিয়ে উড়িয়ে দিচ্ছে স্টাম্প। একই সঙ্গে দুই দিকেই বল স্পিন করাতে পারদর্শী এই শিশুর ভিডিও কিছুদিন আগে শেয়ার দেন সাবেক টাইগার অধিনায়ক শাহারিয়ার নাফিস।

গত ১০ অক্টোবর ফেসবুকে ভাইরাল হয় সাদিদের লেগস্পিন বোলিংয়ের একটি ভিডিও ক্লিপ। যা পৌঁছে গেছে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কাছে। ছোট্ট সাদিদের বোলিংয়ে মুগ্ধ ভারতের ব্যাটিং ঈশ্বর।

নিজের ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শচীন লিখেছেন, ‘ওয়াও‍! একজন বন্ধুর কাছ থেকে ভিডিওটি পেলাম। এটি অসাধারণ। খেলাটির জন্য এই ছোট্ট ছেলেটির ভালোবাসা ও প্যাশন এখানে সুস্পষ্ট।’

এর আগে গত ১০ অক্টোবর সিরাজুল ইসলাম শুভ নামের বাংলাদেশের এক ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি নিজের প্রোফাইলে আপলোড করেন। সেখানে তিনি ক্ষুদে স্পিনারের জবানিতে লিখেন, 'এখন অনুশীলনের সময়। আমি প্রতিদিনই শিখছি।'

অবশ্য এরও আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস নিজের ফেসবুক পেজে একই ছেলের বোলিংয়ের অন্য আরেকটি ভিডিও আপলোড করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘নিখাঁদ প্রতিভা। ছেলেটির নাম সাদিদ। তার বয়স ৬। বরিশালে তার বাড়ি। আশ্চর্যজনক প্রতিভা।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়