শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০১:২৩ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণতন্ত্রের দাবি থেকে মানুষের দৃষ্টি সরানোর উদ্দেশ্যে সরকারই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের খেলায় মেতেছে: মির্জা ফখরুল

শিমুল মাহমুদ: [২] কুমিল্লা শহরে একটি গুজবকে কেন্দ্র করে দেশের কয়েকটি জেলায় পূজামণ্ডপে হামলা-ভাঙচুর ঘটেছে। বিএনপি মহাসচিব বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। আমরা হাজার বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে বাস করছি। আমি আপনাদের অত্যন্ত সর্তকতার সঙ্গে বলতে চাই, এ ধরনের ঘটনা যারা ঘটায়- তারা সম্পূর্ণভাবে সরকারের বিভিন্ন এজেন্সির মাধমে দেশে অশান্তি সৃষ্টি করার জন্য এসব করছে।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমার দেশে সংকট কী? সংকট হচ্ছে গণতন্ত্র। সংকট হচ্ছে কথা বলা অধিকার নাই। আমাকে কোথাও দাঁড়াতে দেয় না। মানুষের অধিকার কেড়ে নিয়েছে। একটা ভয়াবহ; একটা ফ্যাসিবাদী শাসন; দানবে মতো চেপে বসে আছে আমাদের ওপর। সেটা নিয়ে আমরা কথা বলছি যখন সেটা নিয়ে আমরা কাজ করছি। সে সময় তারা এ ধরনের ঘটনা ঘটিয়ে ডাইভার্ট করতে চায়।

[৪] বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে ‘জাতীয়তাবাদী সমবায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

[৫] মির্জা ফখরুল বলেন, এ ঘটনায় চাঁদপুরে ৩  জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আজকে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে এসেছে, পুলিশ স্বীকার করেছে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে চক্রান্ত। এটা এ সরকারের চক্রান্ত। তারা এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। আমরা এসব ঘটনার তীব্র নিন্দ্রা জানাচ্ছি। একই সঙ্গে অবিলম্বে প্রকৃত অপরাধীদেরকে গ্রেপ্তার করে আইনী পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়