শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় জিনের বাদশা গ্রেফতার: দুই দিনের রিমান্ডে

মো: সাগর আকন : [২] বরগুনায় জিনের বাদশা নজরুল ইসলামকে গ্রেফতারের পরে বুধবার সকালে দুই দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম। জিনের বাদশা নজরুল ইসলাম বগুড়া জেলার ধুনট থানার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের মৃত কিনার উদ্দিনের ছেলে।

[৩] জানা যায়, নজরুল ইসলাম ও তার সঙ্গী আমিনুল বরগুনা জেলার বিভিন্ন স্থানে নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে সহজ সরল মানুষকে গুপ্তধন পাইয়ে দেয়ার কথা বলে বিপুল পরিমান অর্থ প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়। তেমনি ভাবে বরগুনা জেলার নাপিতখালী গ্রামের রুস্তম আলী সরদারের ছেলে আবুল সরদারের বাড়ীতে ১১ জানুয়ারী রাতে হাজির হয়ে বলে আমি গুপ্তধনের সন্ধান দিতে পারি।

[৪] এ জন্য এলাকার জমির দাগ খতিয়ান ও ম্যাপ দিতে হবে। একদিন পরে নজরুল ইসলাম তার সঙ্গী আমিনুলকে নিয়ে আবুল সরদারের বাড়ীতে এসে ২/৩ দিন থাকে। তারপর একদিন রাতে জিনের মাধ্যমে গুপ্তধন এনে দিতে পারে এ জন্য নজরুলকে দেড় লাখ টাকা দিতে হবে।

[৫] নগদ ৪০ হাজার টাকা আবুল দেয়। গভীর রাতে নজরুল ঘরের আলো নিভিয়ে দেয়। তার সঙ্গী আমিনুল মন্ত্র পড়তে থাকে। নজরুল হঠাৎ মাটিতে লুটিয়ে পরে। নজরুল বলেন, কিছু দিনের মধ্য আপনারা গুপ্তধন পাবেন। তারা আরও ৪০ হাজার টাকা দাবি করে। এভাবে জিনের বাদশা আবুল সরদারের নিকট থেকে ৫ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

[৬] জিনের বাদশা ৯ অক্টোবর আবার বরগুনার পুরাকাটা আসার সংবাদ পেয়ে পুলিশকে জানায়। পুলিশ নজরুলকে গ্রেফতার করে।

[৭] বরগুনা থানার এসআই মো: ফিরোজ আলম বলেন, নজরুল ইসলাম বগুড়া থেকে কেন বরগুনা এসেছে। তার সঙ্গীর নাম ঠিকানা যাচাই করা এবং নজরুল নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের অর্থ লুটপাট করে নেয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়