শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:৩৭ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনায় জিনের বাদশা গ্রেফতার: দুই দিনের রিমান্ডে

মো: সাগর আকন : [২] বরগুনায় জিনের বাদশা নজরুল ইসলামকে গ্রেফতারের পরে বুধবার সকালে দুই দিনের পুলিশ রিমান্ডে দিয়েছেন বরগুনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহবুব আলম। জিনের বাদশা নজরুল ইসলাম বগুড়া জেলার ধুনট থানার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের মৃত কিনার উদ্দিনের ছেলে।

[৩] জানা যায়, নজরুল ইসলাম ও তার সঙ্গী আমিনুল বরগুনা জেলার বিভিন্ন স্থানে নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে সহজ সরল মানুষকে গুপ্তধন পাইয়ে দেয়ার কথা বলে বিপুল পরিমান অর্থ প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেয়। তেমনি ভাবে বরগুনা জেলার নাপিতখালী গ্রামের রুস্তম আলী সরদারের ছেলে আবুল সরদারের বাড়ীতে ১১ জানুয়ারী রাতে হাজির হয়ে বলে আমি গুপ্তধনের সন্ধান দিতে পারি।

[৪] এ জন্য এলাকার জমির দাগ খতিয়ান ও ম্যাপ দিতে হবে। একদিন পরে নজরুল ইসলাম তার সঙ্গী আমিনুলকে নিয়ে আবুল সরদারের বাড়ীতে এসে ২/৩ দিন থাকে। তারপর একদিন রাতে জিনের মাধ্যমে গুপ্তধন এনে দিতে পারে এ জন্য নজরুলকে দেড় লাখ টাকা দিতে হবে।

[৫] নগদ ৪০ হাজার টাকা আবুল দেয়। গভীর রাতে নজরুল ঘরের আলো নিভিয়ে দেয়। তার সঙ্গী আমিনুল মন্ত্র পড়তে থাকে। নজরুল হঠাৎ মাটিতে লুটিয়ে পরে। নজরুল বলেন, কিছু দিনের মধ্য আপনারা গুপ্তধন পাবেন। তারা আরও ৪০ হাজার টাকা দাবি করে। এভাবে জিনের বাদশা আবুল সরদারের নিকট থেকে ৫ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

[৬] জিনের বাদশা ৯ অক্টোবর আবার বরগুনার পুরাকাটা আসার সংবাদ পেয়ে পুলিশকে জানায়। পুলিশ নজরুলকে গ্রেফতার করে।

[৭] বরগুনা থানার এসআই মো: ফিরোজ আলম বলেন, নজরুল ইসলাম বগুড়া থেকে কেন বরগুনা এসেছে। তার সঙ্গীর নাম ঠিকানা যাচাই করা এবং নজরুল নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের অর্থ লুটপাট করে নেয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়