স্পোর্টস ডেস্ক : [২] ইতিহাস গড়লেন সাউথ অস্ট্রেলিয়া অধিনায়ক হেড। তৃতীয় খেলোয়াড় হিসেবে লিস্ট এ ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরি করলেন তিনি। অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে কুইন্সল্যান্ডের বিপক্ষে এই ব্যাটসম্যান ২৩০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।
[৩] হেডের আগে মাত্র দুজন একাধিক ডাবল সেঞ্চুরি করেন। ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরি করা ভারতের রোহিত শর্মা ও লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ স্কোরার ইংলিশ ব্যাটসম্যান আলী ব্রাউন্ড। ২০১৫ সালের মার্শ কাপে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২ রান করেছিলেন হেড।
[৪] লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় হেডের ১২৭ বলে ২৮ চার ও ৮ ছয় মেরে ২৩০ রান ষষ্ঠ স্থানে। - ক্রিকইনফো