ফাহাদ ইফতেখার: [২] রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেরে প্রধান গোরান হ্যানসন বলেন, তারা চায় গুরুত্বপূর্ণ আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ মানুষ পুরস্কার জিতুক। বিবিসি
[৩] ১৯০১ সালে নোবেল পুরস্কার চালু হওয়ার পর থেকে ৫৯ টি নোবেল পেয়েছেন নারীরা।
[৪] মারিয়া রেসা একমাত্র নারী যিনি এই বছর সম্মানিত হয়েছেন। ইতিহাসে প্রথম নারী হিসেবে নোবেল পেয়েছেন মেরি কুরি। বিশ্বে একমাত্র নারী হিসাবে দুবার এই পুরস্কারটি পেয়েছেন তিনি।
[৫] এএফপি সংবাদ সংস্থাকে হ্যানসন বলেন, এটা খুব দুঃখজনক যে খুব কম সংখ্যক নারী নোবেল বিজয়ী রয়েছেন যা বৈষম্যমূলক সমাজব্যবস্থাকেই প্রতিফলিত করে। বিগত বছরগুলোতে এ সমস্যাটি প্রকট ছিলো এবং এখনো তা পুরোপুরি কাটেনি। তবে নারী কোটার পক্ষেও তিনি অবস্থান নেননি।
[৬] সুইডিস শিল্পপতি এবং রসায়নবিদ আলফ্রেড নোবেল তার মৃত্যুর এক বছর আগে ১৮৯৫ সালে লেখা তার উইলে এই নোবেল পুরস্কারের ধারা প্রণয়ন করেন। সম্পাদনা: সাকিবুল আলম