সুজিৎ নন্দী: [২] মহাষষ্ঠী পূজার মধ্যদিয়ে উৎসব শুরু হয়। আজ প্রতিটি পূজাম-পে ধূপ-ধুনো, বেল-তুলসি আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দনসহ ১৬টি উপাচার দিয়ে দেবী দুর্গাকে পূজা করা হবে। ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানও করা হবে।
[৩] পুরাণ মতে, মহাসপ্তমীতে ভক্তদের কল্যাণ ও শান্তির আশীষ নিয়ে পূজার পিঁড়িতে বসেন দেবী দুর্গা। দেহ শুদ্ধি, অঙ্গ শুদ্ধি সেরে শুরু হবে পূজা অর্চনা। বেজে ওঠবে ঢাক-ঢোল, খোল-কাঁসাসহ বিভিন্ন ধরনের বাদ্য-বাজনা। পূজাম-পগুলো শঙ্খধ্বনিতে মুখরিত হবে।
[৪] সকাল ৮টা ৪৭ মিনিট থেকে সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা শুরু হবে। এরপর দেবীর চরণে সব বয়সী ভক্তরা অঞ্জলি নিবেদন করবেন।
[৫] পূজা শেষে দুপুরে দুঃস্থদের মাঝে বস্ত্র ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব