শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের যে কোনো দলকে হারানোর সামর্থ্য আছে পাকিস্তানের: হাসান আলী

স্পোর্টস ডেস্ক : [২] নিজেদের দিনে পাকিস্তান বিশ্বের সেরা দলকে হারানোর ক্ষমতা রাখে বললেন হাসান আলী। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে নিয়ে এমন অভিমত ব্যক্ত করলেন ২৭ বছর বয়সী ফাস্ট বোলার।

[৩] ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলছেন হাসান। ৮ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন, সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে ২৪ রান খরচায় ৪ উইকেট নিয়ে সেরা বোলিং করেছেন। দারুণ পারফরম্যান্সে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার পর দলকে নিয়েও আশাবাদ প্রকাশ করেন হাসান।

[৪] বিশ্বকাপে দলের সম্ভাবনা নিয়ে হাসান বলেছেন, আমাদের (পাকিস্তান) ভালো কম্বিনেশন আছে এবং বিশ্বের যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি। আমার দলের ওপর পূর্ণ আস্থা আছে যে আমরা শতভাগ দিতে পারব। আমি দাবি করছি না যে আমরা ট্রফি নিয়ে ফিরব কারণ ফল আমাদের হাতে নেই। আমাদের হাতে যা আছে তা হলো সর্বোচ্চ প্রচেষ্টা। প্রতি ম্যাচে আমরা সর্বোচ্চ লড়াই করার নিশ্চয়তা দিতে পারি।

[৫] সুপার টুয়েলভে পাকিস্তান খেলবে ভারত, নিউ জিল্যান্ড, আফগানিস্তান ও প্রথম রাউন্ড থেকে উঠে আসা দুটি দলের বিপক্ষে। এর মধ্যে ভারত ও নিউ জিল্যান্ড ম্যাচ নিয়ে তৈরি হয়েছে উত্তেজনা।

[৬] এই প্রসঙ্গে হাসান বললেন, ভারত ও নিউ জিল্যান্ডের সঙ্গে প্রথম দুটি ম্যাচ নিয়ে অবশ্যই অনেক উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু আমাদের আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। এই ম্যাচগুলো হালকাভাবে নেওয়া যাবে না। প্রথম ম্যাচের জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিব এবং প্রথম ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বেড়ে যাবে। চাপ আছে কিন্তু আমরা সবাই পেশাদার এবং জানি কিভাবে সামাল দিতে হয়। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়