রাশিদুল ইসলাম : [২] এফবিআইয়ের গোয়েন্দারা এক বছর ধরে অভিযান চালিয়ে আসার পর
মেরিল্যান্ডের ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে অন্য দেশের কাছে মার্কিন পারমাণবিক গোপনীয়তা বিক্রির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সিএনএন
[৩] গত শনিবার মার্কিন নৌবাহিনীর পারমানবিক প্রকৌশলী জনাথন টোয়েবি ও তার স্ত্রী ডিয়ানাকে ওয়েস্ট ভার্জিনিয়া থেকে গ্রেপ্তার করা হয়। এফবিআইএ’র এ অভিযানে ন্যাভাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ সার্ভিস অংশ নেয়। ওয়াশিংটন পোস্ট
[৪] এ দম্পতি যে দেশটির প্রতিনিধি হিসেবে পরিচিত ব্যক্তির কাছে পারমানবিক তথ্য বিক্রির চেষ্টা করে আদতে তিনি ছিলেন এফবিআই এজেন্ট।
[৫] মার্কিন বিচার বিভাগ জানায় পারমানবিক যুদ্ধ জাহাজের রিএ্যাক্টরের তথ্য তারা বিক্রির চেষ্টা করছিল।