শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যানজট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ

ইমরুল শাহেদ: সামাজিক যোগাযোগ মাধ্যম এখন নিজের অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে একটা বড় ধরনের হাতিয়ার হয়ে উঠেছে। এখন প্রায় সকলের হাতেই থাকে এনড্রয়েড মোবাইন ফোন। আশপাশে কোনো অসঙ্গতি দেখলেই ছবি তুলে তাৎক্ষণিকভাবে ফেসবুকে ছেড়ে দিচ্ছেন। চিত্রতারকারাও এর ব্যতিক্রম নন। তবে তারা ফেসবুক স্ট্যাটাসে নিজের ছবিটাই ব্যবহার করেন। তারকাদের কেউ কেউ এবার ক্ষুব্ধ হয়েছেন রাজধানীর যানজটের উপর। রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন মানুষের জীবন থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি কর্মঘণ্টা। ২০১৯ সালে বিশ্বের শীর্ষ যানজটপূর্ণ শহরের উপাধি পেয়েছিল রাজধানী ঢাকা।

বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিওর প্রকাশিত ‘ট্রাফিক ইনডেক্স ২০১৯’-এ শীর্ষস্থান দখল করেছিল ঢাকা। ২০১৮ ও ২০১৭ সালে সূচকটিতে দ্বিতীয় অবস্থানে ছিল ঢাকা। অভিনেত্রী-নির্মাতা অরুণা বিশ্বাস যেমন ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন: ‘জ্যাম এ বসে জীবনের অর্ধেক শেষ হচ্ছে। এতো দুর্বিসহ যন্ত্রণা, আমরা কি আসলেই মানুষ কিনা ?? এতো ধৈর্য্য আমাদের ??’ অনেক ফেসবুক ব্যবহারকারী অরুণা বিশ্বাসের সঙ্গে সহমত পোষণ করে তাতে ‘মন্তব্য’ করেছেন। জনপ্রিয় অভিনয়শিল্পী-মডেল এবং উপস্থাপক সুমনা সোমা লিখেছেন: ‘সত্যি ই বলেছো গতকাল (শনিবার) ধানমন্ডি থেকে এয়ারপোর্ট ৪ ঘন্টা লেগেছে যেতে ’।

জবাবে অরুণা বিশ্বাস 'রিপ্লাই' করেছেন: ‘কাল সারাদিন রাস্তায় আমি’। সুমনা সোমা এর জবাবে লিখেছেন: ‘এই যন্ত্রনা থেকে মুক্তির কি কোন উপায় নেই’। মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী নুসরাত জান্নাত রুহির কমেন্ট: ‘আমাদের সময়ের কোন দাম নেই.. লাস্ট ওয়ান আওয়ার (এক ঘন্টা) ধরে একই জায়গায় বসে আছি..’। ফয়সাল কবীর সাদি নামে একজন লিখেছেন: ‘দিদি আমার বাসা ডেমরা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়