বগুড়া প্রতিনিধি: [২] জেলার শেরপুরে শারদীয় দুর্গাপূজার আলোকসজ্জার বৈদ্যুতিক লাইন বিদুৎপৃষ্ট হয়ে চাচা ভাতিজাসহ ৩জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। সোমবার সকাল ১০টায় চুরকুটা গ্রামে এই ঘটনা ঘটে।
[৩] নিহতরা হলো-উপজেলার চুরকুটা গ্রামের বেরজো মাহাতোর ছেলে গুদু মাহাতো (৪৫), মৃত বিমল মাহাতোর ছেলে পলাশ মাহাতো (৪২) ও চান মাহাতোর ছেলে ক্ষিতিশ মাহাতো (৪৫)। আহত হয়েছেন গুদু মাহাতোর ছেলে রুবেল মাহাতো।
[৪] জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুরকুটা গ্রামের পূজা মণ্ডপে বৈদ্যুতিক লাইন টানিয়ে আলোকসজ্জা করা হয়। ক্ষিতিশ মাহাতোর বাড়ীর উঠানে কাপড় শুকানো জিআই তার আলোকসজ্জা লাইনের মাধ্যমে বিদ্যুতায়িত হয়। তাদেরকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ৩জনকে মৃত্যু ঘোষনা করেন। অপর আহত রুবেল মাহাতোকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে।
[৫] শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা বশত বিদ্যুতায়িত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের সদস্যদের কাছে নিহত ৩জনের লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ