সুজন কৈরী: [২] রাজধানীর ভাটারার কোকাকোলা ঢালী বাড়ি সড়কের পাশের একটি প্লট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে নিহত নারীর পরিচয় শনাক্ত করেছে র্যাব। নিহতের নাম মোছা. শিপন আখতার (৩০)। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলায়।
[৩] রোববার দুপুরে বাতাসে মরদেহের দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশ ও র্যাবকে খবর দেন। পরে র্যাবের ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে।
[৪] মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[৫] র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, এটি হত্যাকাণ্ড। জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের একাধিক টিম কাজ করছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। সম্পাদনা : ভিকটর রোজারিও