ডেস্ক রিপোর্ট: রোববার দুপুরে কসবা উপজেলায় মৌমাছির কামড়ে সহিদুর রহমান মৈশান (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক স্কুল শিক্ষিকাও।
নিহত সহিদুর রহমান মৈশান কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বিদ্যানগর অস্টজংগল গ্রামের বাসিন্দা।
বায়েক ইউনিয়নের শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা রোজিনা বেগম আজ সকালে বিদ্যালয়ে উদ্দেশে রওনা হন। বিদ্যালয়ের যাওয়ার রাস্তায় একটি মৌমাছির দল রোজিনা বেগমকে কামড় দিতে থাকলে তিনি চিৎকার শুরু করেন। পাশেই জমিতে কাজ করছিলেন সহিদুর রহমান মৈশান। তিনি দৌড়ে এসে ওই স্কুল শিক্ষিকাকে উদ্ধার করলেও তিনি রক্ষা পাননি। এ সময় তাকেও মৌমাছি কামড় দিতে থাকে এবং তিনি বাড়ির দিকে দৌঁড়াতে শুরু করেন। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করলেও তিনি ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভুঁইয়া। তিনি বলেন, মৌমাছির কামড় থেকে স্কুলের শিক্ষিকাকে রক্ষা করতে গেলে সহিদুর রহমান মৈশানকেও মৌমাছি কামড়াতে থাকে। এ সময় দৌড়ে বাঁচতে চেষ্টা করলেও ঘটনাস্থলেই মারা যান তিনি।