শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০৯:৩১ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোয়ালমারীতে পাখি শিকারের বিষ খেয়ে শিশুর মৃত্যু

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের বোয়ালমারীতে পাখি শিকারের বিষ খেয়ে তাজ শেখ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ অক্টেবর) বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] শিশু তাজকে প্রথমে অসুস্থ অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

[৪] থানা সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামের কৃষক মো. কামরুল শেখের ছেলে মো. তাজ শেখ (৮) ভুল করে দুপুরে পাখি শিকারের জন্য ঘরে রাখা ফুরাডন বিষ খেয়ে ফেলে। এতে অসুস্থ বোধ করলে সে বিষয়টি তাঁর বাবা-মাকে জানায়। পরিবারের লোকজন দ্রুত তাজকে চিকিৎসার জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

[৫] বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মো. ছরোয়ার হোসেন জানান, বিষ খেয়ে শিশু তাজের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। পরিবার বিনা ময়না তদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন করলে পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়