শিরোনাম

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদ ভবনে জাতীয় পরিচয়পত্র শনাক্তের মেশিন বসবে

মনিরুল ইসলাম : [২] জাতীয় সংসদে দর্শনার্থী বা বিভিন্ন কাজে আসা ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র শনাক্তে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শনাক্ত মেশিন বসানোর চিন্তা-ভাবনা চলছে বলে জানা গেছে।

[৩] নিরাপত্তাজনিত বিভিন্ন হুমকি থেকে জাতীয় সংসদকে আরও নিরাপদ করতে এ পদক্ষেপ নেওয়া চিন্তা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

[৪] সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, জাতীয় সংসদ ভবনে এখন আগতদের জাতীয় পরিচয়পত্র ম্যানুয়ালি দেখা হয়। এর ফলে সংসদে দর্শনার্থী বা বিভিন্ন কাজে যাওয়া ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র মেশিনের মাধ্যমে শনাক্ত করা যাবে।

[৫] তিনি বলেন, সম্প্্রতি জাতীয় সংসদের নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকও হয়েছে। এই বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) শনাক্ত মেশিন বসানো নিয়ে আলোচনা হয়। এনআইডি মেশিন বসানোর কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

[৬] উল্লেখ্য, চলতি বছরের মে মাসে জাতীয় সংসদ ভবনে ‘তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার’ জন্য আলোচিত ধর্মীয় বক্তা আমির হামজাকে গ্রেফতার করে পুলিশ।

[৭] এছাড়াও মে মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে মো. আল সাকিব (২০) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য এবং আলী হাসান উসামা (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ।

[৮] এদিকে, সম্প্রতি ‘জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানব সম্পদ ও প্রযুক্তি দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন সফটওয়্যারের বিভিন্ন মডিউলের সঙ্গে বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ইন্টিগ্রেট করার বিষয়ে জাতীয় সংসদের সচিবের সভাপতিত্বে এক অনুষ্ঠিত সভার কার্যবিবরণী থেকেও এ তথ্য পাওয়া যায়। অনলাইন প্ল্যাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়