স্পোর্টস ডেস্ক :[২] দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আসন্ন টি-টেন লিগে দল পেলেন বাঁহাতি ওপেনার জুনায়েদ সিদ্দিকী। তাকে দলে টেনেছে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন মারাঠা অ্যারাবিয়ান্স। নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
[৩]জাতীয় দলে অভিষেকে প্রতিভার ঝলক দেখান জুনায়েদ। তবে পরে ধারাবাহিক হতে পারেননি তিনি। ফলে দল থেকে ছিটকে যেতে হয়। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেন বাঁহাতি ওপেনার।
[৪]বাংলাদেশের হয়ে ৭ টি-টোয়েন্টির ক্যারিয়ারে ১৪৭ স্ট্রাইক রেটে ২৩ গড়ে ১৫৯ রান করেন জুনায়েদ। এবার ১০ ওভারের ক্রিকেটে খেলতে যাচ্ছেন তিনি। ক্রিকেটের নবীন ফরম্যাটে এ ক্রিকেটার কতটা সফল হন তা-ই দেখার।
[৫]আগামী ১৯ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে এবারের টি-টেন লিগের। আর আসরের সমাপ্তি ঘটবে ৪ ডিসেম্বর।
[৬]এ বছর বেশ শক্তিশালী দল গড়েছে মারাঠা। জুনায়েদ ছাড়া এ দলে রয়েছেন নিকোলাস পুরান, ইউসুফ পাঠান, ফ্যাবিয়েন অ্যালেন, ওয়াহাব রিয়াজের মতো তারকা ক্রিকেটার।
[৭]উল্লেখ্য, ২০২১ টি-টেন লিগে প্রথম বাংলাদেশি হিসেবে দল পান পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। -ক্রিকবাজ/ সম্পাদনা: রাহুল রাজ।