জিএম মিজান: [২] বগুড়ার শেরপুর ধুনট আঞ্চলিক সড়কের পাশে দাঁড়ানো মালবাহী ট্রাক থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে শালফা-শুবলী নামক এলাকায় দাঁড়ানো ট্রাকের কেবিন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
[৩] জানা যায়, গত ৭ অক্টোবর নরসিংদী থেকে আরএফএল কোম্পানির স্টিলের পাইপ বোঝাই একটি ট্রাক (নরসিংদী উ-১১-০০১৭) নওগাঁয় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু ট্রাকটি নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে শেরপুর ধুনট আঞ্চলিক সড়কের পাশে শালফা শুবলী নামক দাঁড়িয়ে রাখা হয়।
[৪] শনিবার দুপুরের পরে ট্রাকের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা এগিয়ে গিয়ে ট্রাকের কেবিনের মধ্যে একটি মরদেহ দেখতে পায়। খবর পেয়ে থানায় পুলিশ ট্রাকের কেবিন থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
[৫] শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম এ প্রতিবেদক কে বলেন, মরদেহটিতে পচন ধরেছে। গাড়ির চালক হেলপার কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারন জানা যাবে।