শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৬:০৫ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২১, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাগনভূঞা প্রসেক্লাবরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত আমাদরে নতুন সময় পত্রকিার প্রতনিধি

মামুন: শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজলোর সদর ইউনয়িনরে দক্ষণি আলীপুর (নতুন বাজার) যুব সংঘরে উদ্যোগে দাগনভূঞা প্রসেক্লাবরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় ফুলরে শুভচ্ছো ও সংর্বধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠতি হয়।

অনুষ্ঠানে উপজলো মাধ্যমকি শক্ষিক সমতিরি সভাপতি গোলাম কবিরয়িা আজাদরে সভাপতত্বিে বক্তব্য রাখনে, র্মাকন্টোইল ব্যাংক লমিটিডে দাগনভূঞা শাখার ম্যানজোর (অপারশেন) মনরিুজ্জামান পন্টিু, সদর ইউনয়িন পরষিদরে প্যানলে চয়োরম্যান মোঃ শাহীন, দাগনভূঞা প্রসেক্লাবরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দাগনভূঞা রপর্িোর্টাস ইউনটিরি সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পন্টিু ও সদর ইউনয়িন আওয়ামী লীগরে সাবকে সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।

এসময় এলাকার গন্যমাণ্য ব্যক্তর্বিগসহ নানা শ্রণেি পশোর মানুষ উপস্থতি ছলিনে। এসময় বক্তারা সাংবাদকি আবদুল্লাহ আল মামুনরে সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বলনে, গনমাধ্যম রাষ্ট্ররে চর্তুথ স্তম্ভ, সাংবাদকিরা হলো সমাজরে র্দপন। গ্রামবাংলার অসহায় ও আশাহত সাধারণ মানুষরে সুখ-দুঃখরে কথা সততার সাথে নর্ভিীক চত্তিে লখেনীর মাধ্যমে তুলে ধরার যে দায়ত্বি ও র্কতব্য পালনে র্সবদা সচষ্টে থাকা একজন সাংবাদকিরে কাজ।

সকল শ্রনেী-পশোর মানুষরে কথা লখিে মানুষরে অন্তরে জায়গা করে নয়ো একজন সাংবাদকিরে কাজ। সৎ, সাহসী ও নর্ভিীক সাংবাদকিদরে ভালো র্কমকাণ্ডরে কারণে আজীবন মানুষ তাঁদরে স্মরণ কর।

উল্লখ্যে, গত (৪ অক্টোবর) সোমবার বকিালে দাগনভূঞা প্রসেক্লাব র্কাযালয়ে এক সভা অনুষ্ঠতি হয়ছে। উক্ত সভায় সকলরে সম্মতক্রিমে সাংবাদকি আবদুল্লাহ আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হসিবেে মনোনীত করা হয়। সাংবাদকি আবদুল্লাহ আল মামুন উপজলোর সদর ইউনয়িনরে দক্ষণি আলীপুর গ্রামরে মরহুম ডাঃ মোহাম্মদ সোলায়মানরে বড় ছলে। সে দনৈকি আমাদরে নতুন সময় ও ডইেলি আওয়ার টাইম পত্রকিায় র্কমরত আছ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়