স্পোর্টস ডেস্ক : [২] আরব আমিরাতে শুরু হবে বিশ্বকাপ টি-টোয়েন্টির সপ্তম আসর। এবার অন্যতম ফেভারিট দল অস্ট্রেলিয়া। ওয়ানডের বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়নরা টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি একবারও। এবার সেই আক্ষেপ গোছাতে চায় দলটি, তবে অস্ট্রেলিয়ার মানুষ নাকি খেলাই দেখতে পারবে না ফ্রিতে। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটভিত্তিক নিউজ পোর্টাল ‘ক্রিকেট ডটকম ডটএইউ’। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি স¤প্রচারের অনুমতি পেয়েছে ‘ফক্সটেল’ ও ‘কায়ো’ টিভি চ্যানেল।
[৩] এই দুটি চ্যানেল জানিয়েছে, খেলা সরাসরি দেখতে চাইলে দিতে হবে সাবস্ক্রিপশন ফি। এমন ঘটনা ঘটেছিল ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়েও। এরপর এমন কিছুর সম্মুখীন হতে হয়নি অজি সমর্থকদের। - ক্রিকইনফো, সম্পাদনা : এল আর বাদল