স্পোর্টস ডেস্ক : আইপিএলের সর্বাধিক শিরোপাজয়ী রোহিত শর্মাদের সামনে ছিল অসম্ভব এক সমীকরণ। আর সেই সমীকরণ মেলাতে বিশাল সংগ্রহও গড়েছিল তারা। কিন্তু আগেই ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েও বাদ পড়লো মুম্বাই। অন্যদিকে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়ে গেল সাকিবদের।
লিগ টেবিলের চতুর্থ স্থান নিয়ে লড়াই ছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। আগেরদিন রাজস্থান রয়্যালসকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েই এবারের আইপিএলের প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেরেছিল কলকাতা নাইট রাইডার্স। তবুও তাদের অপেক্ষা ছিল আজ মুম্বাই ইন্ডিয়ান্স আর সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের জন্য।
শুক্রবার রাতে আবুধাবিতে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রানের সংগ্রহ পেয়েছিল মুম্বাই, যা এবারের আসরের এবং আইপিএলে মুম্বাইয়ের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলতে পারে হায়দরাবাদ। ফলে ৪২ রানে জিতে যায় মুম্বাই। কিন্তু তাতেও তাদের বিদায় ঠেকানো যায়নি।
মুম্বাইকে প্লে-অফে যেতে হলে হায়দরাবাদকে ১৭১ রানের বিশাল ব্যবধানে হারাতে হতো। কারণ আগের ম্যাচে ৮৬ রানে জেতা কলকাতার নেট রান রেট বেশ ভালো। ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪। নেট রান রেট ০.৫৮৭। অন্যদিকে আজকের ম্যাচের আগ পর্যন্ত ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা মুম্বাইয়ের নেট রান রেট ছিল -০.০৪৮। ফলে মুম্বাইয়ের সামনে ছিল দুর্গম পথ। ২৩৫ রান করেও তাই সমীকরণ দাঁড়ায় হায়দরাবাদকে ৬৫ রান বা তার কমে না আটকাতে পারলে প্লে অফের স্বপ্ন শেষ হয়ে যাবে তাদের। কিন্তু হায়দরাবাদকে অত অল্পতে আটকে রাখতে পারেননি মুম্বাইয়ের বোলাররা।
১৪ ম্যাচে ৭টি করে জয় ও হারে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে আসর শেষ করল মুম্বাই। অন্যদিকে সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় প্লে-অফে উঠলো কলকাতা। আর ১৪ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শেষ স্থান নিয়ে আসর শেষ হলো হায়দরাবাদের।