মাসুদ আলম : [২] বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে জুয়েল, বেগুনবাড়ি থেকে জাহাঙ্গীর ওরফে মুটো জাহাঙ্গীর ও নোয়াখালী জেলা থেকে নুরুজ্জামান ওরফে মামুনকে গ্রেপ্তার করা হয়।
[৩] পুলিশ জানায়, কেশব রায় পাপন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে কম্পিউটার সংক্রান্ত পার্টটাইম কাজ করে। প্রতিদিনের ন্যায় কাজ শেষে মঙ্গলবার রাতে সাইকেলযোগে মনিপুরিপাড়ার বাসায় ফিরছিলেন। তেজগাঁও থানার মেরিন রেস্তোরার সামনে গ্রেপ্তারকৃতরা ভিকটিমকে ছিনতাই এর উদ্দেশ্যে পথরোধ করে। ভিকটিম ছিনতাইয়ে বাঁধা দিলে তার সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তি শুরু হয়।
[৪] ছিনতাইকারীরা এ সময় ভিকটিমের মোবাইলটি নিয়ে পালিয়ে যেতে চাইলে সে ছিনতাইকারী নুরুজ্জামানকে জাপটে ধরে। এসময়ে গ্রেপ্তারকৃত নুরুজ্জামান ধারালো সুইচ গিয়ার দিয়ে ভিকটিম পাপনকে ছুরিকাঘাত করে। এতে শরীর থেকে অতিরিক্ত রক্ত ক্ষরনের তার মৃত্যু হয়।