শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৮:৫০ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রে ২২ জন চায়না নাগরিকের করোনা পজেটিভ

সাগর আকন: [২] বরগুনা জেলার তালতলী উপজেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ২২ জন চায়না নাগরিকের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার সকালে তাদের করোনা পজেটিভ আসে। তারা সবাই দেড়মাস আগে চীন থেকে তালতলীতে এসেছেন।

[৩] বরগুনার সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান জানান করোনা উপসর্গ নিয়ে বুধবার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ জন চীনা নাগরিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সেখান থেকে নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়।

[৪] বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের করোনার প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, নমুনা দেওয়া ৩৭ জনের মধ্যে ২২ জনের করোনা পজিটিভ আসে। তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই তাদের আইসোলেশনে রাখা হয়েছে৷ স্বাস্থ্য বিভাগ তাদেরকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে।

[৫] তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, করোনা শনাক্ত হওয়া চীনা নাগরিকদের তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই আইসোলেশন সেন্টারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। আমরা তিনশত টেস্ট কিটস এনেছি। ওনাদের সংস্পর্শে যারা এসেছে তাদেরও পরীক্ষা করা হবে। তবে তারা ভাল আছেন। করোনা আক্রান্ত নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তত রয়েছে।

[৬] বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন,যেহেতু এটি উন্নয়ন প্রকল্প, তাই এখনই কাজ বন্ধ করে লকডাউন করা ঠিক হবে না। চীনা নাগরিকরা যারা আক্রান্ত হয়েছেন, তারা কেউই বাংলাদেশী শ্রমিকদের সংস্পর্শে আসেনি। তারপরেও যদি দেশী শ্রমিকরা করোনা আক্রান্ত হন, তবে লকডাউনের বিকল্প নেই। বিষয়টি সম্পর্কে সব সময় খোঁজ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়