শিরোনাম
◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০৮:৫০ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালতলীর তাপবিদ্যুৎ কেন্দ্রে ২২ জন চায়না নাগরিকের করোনা পজেটিভ

সাগর আকন: [২] বরগুনা জেলার তালতলী উপজেলায় তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ২২ জন চায়না নাগরিকের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার সকালে তাদের করোনা পজেটিভ আসে। তারা সবাই দেড়মাস আগে চীন থেকে তালতলীতে এসেছেন।

[৩] বরগুনার সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান জানান করোনা উপসর্গ নিয়ে বুধবার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ জন চীনা নাগরিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সেখান থেকে নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়।

[৪] বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের করোনার প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, নমুনা দেওয়া ৩৭ জনের মধ্যে ২২ জনের করোনা পজিটিভ আসে। তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই তাদের আইসোলেশনে রাখা হয়েছে৷ স্বাস্থ্য বিভাগ তাদেরকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে।

[৫] তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, করোনা শনাক্ত হওয়া চীনা নাগরিকদের তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই আইসোলেশন সেন্টারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। আমরা তিনশত টেস্ট কিটস এনেছি। ওনাদের সংস্পর্শে যারা এসেছে তাদেরও পরীক্ষা করা হবে। তবে তারা ভাল আছেন। করোনা আক্রান্ত নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তত রয়েছে।

[৬] বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন,যেহেতু এটি উন্নয়ন প্রকল্প, তাই এখনই কাজ বন্ধ করে লকডাউন করা ঠিক হবে না। চীনা নাগরিকরা যারা আক্রান্ত হয়েছেন, তারা কেউই বাংলাদেশী শ্রমিকদের সংস্পর্শে আসেনি। তারপরেও যদি দেশী শ্রমিকরা করোনা আক্রান্ত হন, তবে লকডাউনের বিকল্প নেই। বিষয়টি সম্পর্কে সব সময় খোঁজ রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়