শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২১, ০২:১৩ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২১, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারওয়ান বাজারে ছুরিকাঘাতে শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেসরকারি সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেশব রায় পাপনের মৃত্যুর ঘটনায় অন্যতম আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারকৃতের নাম তুহিন।

[৩] বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীর মুন্নুনগর এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ছিনতাইকারী তুহিনকে গ্রেপ্তার করে র‌্যাব-২। পরে তেজগাঁও থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

[৪] র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বলেন, গত ৫ নভেম্বর রাজধানীর কারওয়ান বাজার তেজতুরী বাজার হোটেল মেরিনের সামনে রাত ৯টার দিকে কয়েকজন অস্ত্রধারী ছিনতাইকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেশব রায় পাপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের পথচারী পাপনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিকটিমের মামা তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল গোয়েন্দা তথ্য পেয়ে টঙ্গী থেকে তুহিনকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে তুহিন জানায়, তারা ছিনতাই করার উদ্দেশে এই হত্যাকাণ্ড করেছে। তুহিন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

[৫] তার তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত আরও দুই জনকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই গোলাম সারোয়ার বলেন, ছুরিকাঘাতে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়