শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৯:৩১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ১১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সময় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে ধ্বংসের হাত থেকে রক্ষা পায় আবাসন শিল্প: শামসুল আলামিন কাজল

সুজিৎ নন্দী: [২] রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল বলেছেন, আমাদের অব্যাহত অনুরোধ এবং দাবির মুখে সরকার আবাসন সেক্টরে নিবন্ধন ব্যয় ৩ শতাংশ হ্রাস করে। নতুন করে আরো ব্যয় হ্রাস করার জন্য আমাদের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নিবন্ধন ব্যয় বেশি থাকার কারণে এক সময় ফ্ল্যাট-প্লট বিক্রির উপরে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে।

[৩] তিনি বলেন, অনেকে ফ্ল্যাটই রেজিস্ট্রেশন করতো না। যার কারণে ভবিষ্যতে ফ্ল্যাটের মালিকানা নিয়ে আইনী জটিলতা তৈরি হতো। নিবন্ধন ব্যয় ৩ শতাংশ কমানোর কারণে বর্তমানে সেই অবস্থা থেকে অনেকটাই উত্তরণ ঘটেছে।

[৪] আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, রিহ্যাব পরিচালনা পর্ষদের দীর্ঘদিনের দাবী ও অব্যাহত চেষ্টার মাধ্যমে জাতীয় বাজেট ২০২০-২০২১ অর্থ বছরে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয়। এই অর্থ বিনিয়োগে কোন প্রশ্ন উত্থাপন করা হবে না।

[৫] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার মহামারি করোনার সময়ে দূরদর্শী এ সিদ্ধান্তের কারণে বড় ধরনের ধসের হাত থেকে রক্ষা পায় আবাসন শিল্প তথা জাতীয় অর্থনীতি। এর সুবিধার ফলে গেল অর্থ বছরে বিশ হাজার ছয়শো কোটি টাকার উপরে মূল অর্থনীতিতে ফিরে এসেছে। যার মাধ্যমে সরকার ট্যাক্স পেয়েছে প্রায় দুই হাজার কোটি টাকার উপরে।

[৬] রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, এই সুবিধার ফলে মহামারির করোনার মধ্যেও এই শিল্পে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। আমাদের ধারাবাহিক তৎপরতায় বিগত কয়েকটি অর্থবছরের জাতীয় বাজেটে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ রেখেছিল সরকার। এই অর্থ বছরে কোন প্রশ্ন না করায় দেশে প্রচুর টাকা বিনিয়োগ হচ্ছে। ফলে টাকা পাচার কমে আসবে বলে আমাদের বিশ্বাস।

[৭] তিনি বলেন, সব চেয়ে বড় কথা চলতি অর্থ বছরে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে অন্যান্য ক্ষেত্রে জরিমানার পরিমাণ বাড়ানো হলেও আবাসন খাতে আগের মতই সুবিধা বহাল রেখেছে বর্তমান সরকার।

[৮] রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, রিহ্যাবের ট্রেনিং ইন্সটিটিউট করার জন্য প্রথমে ১৫ কাঠা জায়গা বরাদ্দ দেয় সরকার। রাজধানীর উত্তরার তৃতীয় পর্বে ১৭ নং সেক্টরে ‘কে ব্লক’ এ জমি বরাদ্দ দেয় রাজউক। পরবর্তীতে উক্ত বরাদ্দকৃত ১৫ কাঠা জমি সংলগ্ন আরো ৯ কাঠা জমি রাজউক থেকে বরাদ্দ পাওয়ার জন্য ব্যাপক তৎপরতা চালানো হয় আমাদের পক্ষ থেকে। অবশেষে আমরা সফল হই। রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট এর জন্য উত্তরায় বরাদ্দ পাওয়া নিজস্ব ২৪ কাঠা জায়গায় সর্বাধুনিক ১৫ তলা ভবন নির্মাণের কার্যক্রম আমরা শুরু করেছি। যেটা আবাসন সেক্টরের জন্য অনেক বড় একটি অর্জন।

[৯] তিনি বলেন, ২৪ কাঠা জায়গার উপর রিহ্যাব এর ১৫ তলা একটি নিজস্ব ভবন অনেক বড় একটি গর্বের বিষয়। আবাসন খাতের সাথে সংশ্লিষ্ট শ্রমিক, কর্মকর্তা-প্রকৌশলীদের দক্ষ করে গড়ে তুলতে রিহ্যাব দীর্ঘ দিনের প্রচেষ্টার ধারাবাহিকতায় ‘রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করেছে। প্রথমে পান্থপথে ইন্সটিটিউটের অফিস নিয়ে কার্যক্রম শুরু হয়। বর্তমানে মিরপুর মাজার রোডে এর কার্যক্রম চলছে।

[১০] আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, ইতোমধ্যে এই রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে বের হয়েছে। প্রশিক্ষণ শেষ করা এই সব শিক্ষার্থীর প্রায় ৯০ শতাংশ এর কর্মসংস্থান হয়েছে। বসুন্ধরা সিটিতে ভবন নির্মাণের সময় প্রতি কাঠায় ডেভেলপমেন্ট কস্ট ৫ লাখ টাকা। বসুন্ধরার সাথে আমাদের আলোচনার প্রেক্ষিতে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ রিহ্যাব মেম্বাদের জন্য ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করে। ইতোমধ্যে ৮০টি মেম্বার কোম্পানি বারশ কাঠার বেশি জমিতে এই ছাড়ের সুযোগ নিয়েছেন। সেখানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বিলিত অনেক নাগরিকের উন্নত পরিবেশে বাসস্থানের সুযোগ তৈরি হয়েছে।

[১১] আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, আবাসন খাতে আগের তুলনায় গৃহঋণের সুদের হার কমেছে। বাংলাদেশ ব্যাংক এর শীর্ষ কর্মকর্তা সহ অন্যান্য তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের সাথে আমরা বিভিন্ন সময় এই বিষয় নিয়ে বৈঠক করেছি। পরবর্তীতে কয়েকটি ব্যাংক সিঙ্গেল ডিজিটে হাউজিং লোন দেয়ার ঘোষণা দেয় এবং তা কার্যকর করে। পরবর্তীতে সরকারের আদেশে বর্তমানে প্রায় সব ব্যাংকই এক অংকের সুদে হাউজিং লোন দিচ্ছে।

[১২] কাজল আরও বলেন, গৃহায়ন খাতে অর্থায়ন করা সরকারি প্রতিষ্ঠান হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন থেকে ফান্ডের অভাবে ফ্ল্যাট ও প্লট ক্রয় করতে ঋণ পাওয়া অনেক কঠিন হত। কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এর আর্থিক সক্ষমতা বাড়ানো হয়েছে। তারা এখন সরল সুদে বিভিন্ন ক্যাটাগরিতে সহজেই হাউজিং লোন দিচ্ছে। বর্তমানে আমানতের সুদের হার কম থাকায় সবাই কম সুদে হাউজিং লোন দিচ্ছে।

[১৩] সর্বশেষে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, আবাসন খাতের সাথে সংশ্লিষ্ট শ্রমিক, কর্মকর্তা-প্রকৌশলীদের দক্ষ করে গড়ে তুলতে রিহ্যাব দীর্ঘ দিনের প্রচেষ্টার ধারাবাহিকতায় ‘রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট’ প্রতিষ্ঠা করেছে। প্রথমে পান্থপথে ইন্সটিটিউটের অফিস নিয়ে কার্যক্রম শুরু হয়। বর্তমানে মিরপুর মাজার রোডে এর কার্যক্রম চলছে। ইতোমধ্যে এই রিহ্যাব ট্রেনিং ইন্সটিটিউট থেকে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে বের হয়েছে। প্রশিক্ষণ শেষ করা এই সব শিক্ষার্থীর প্রায় ৯০ শতাংশ এর কর্মসংস্থান হয়েছে।

[১৪] ২০১৪ সালের জুনে রিহ্যাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আলমগীর শামসুল আলামিন কাজল। এরপর ২০১৬ সালের মে মাসে দ্বিতীয় বার এবং ২০১৮ সালের নভেম্বরে ৩য় বারের মত দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর নানাবিধ সমস্যা সত্ত্বেও অনেক ক্ষেত্রে বেশ কিছু সাফল্য অর্জন করে বর্তমান পরিচালনা পর্ষদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়