সুজিৎ নন্দী: [২] ১৫ অক্টোবর থেকে বিদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার (০৭ অক্টোবর) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এসব জানা গেছে। ডিবিসি টিভি
[৩] লেখা হয়েছে, ১৫ অক্টোবর থেকে চার্টার্ড ফ্লাইটে আসা বিদেশি ট্যুরিস্টদের ভিসা দেয়া শুরু হবে। সাধারণ পর্যটকরা এখনই এ ভিসা পাবেন না।চ্যানেল ২৪
[৪] এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, টুরিস্ট ভিসা ছাড়াও শিক্ষার্থীসহ অন্যান্য ভিসা ইতোমধ্যে চালু হয়েছে। যাদের জরুরি ভিত্তিতে যাওয়া প্রয়োজন, তারা যেতে পারবেন। ঢাকা পোস্ট, সম্পাদনা: মিনহাজুল আবেদীন।