মাকসুদ রহমান: [২] ফেসবুকের সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রানসেস হাউজেন নথিপত্র ফাঁসের পর মঙ্গলবার সিনেটের সাবকমিটিতে এসে উদ্বেগ প্রকাশ করে বলেন, মার্ক জাকারবার্গকে ফেসবুকের কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করার মতো একজনও নেই। সিবিএস নিউজ
[৩] সম্প্রতি ফেসবুুক থেকে গোপন তথ্য ফাঁস হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি, ফেসবুকে গোপনীয়তা ও বিশ্বাস ভঙ্গের বিষয়ে নীতিমালার সংস্কারে গুরুত্ব দিয়েছেন তিনি।
[৪] এর আগে চলতি বছর ফেসবুকের ব্যবসায়িক নীতিমালার দুর্বলতা মেনে নিতে না পেরে চাকরি থেকে ইস্তফা দেন সাবেক কর্মী ফ্রানসেস হাউজেন। চাকরি ছাড়ার আগে তার দৃষ্টিতে ফেসবুকের কিছু দুর্বল নীতিমালা কপি করে সেগুলোর ভিত্তিতে মার্ক জাকারবার্গের কর্মনীতির ওপর প্রশ্ন তোলেন তিনি। সম্পাদনা: সাকিবুল আলম