শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শিশুদের জন্য একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর উদ্যোগ ‘হুইসপার অব দ্য হার্ট’

লিহান লিমা: [২] শরতের শুভ্রতার দিন অক্টোবর মাসের প্রথম সোমবার, বিশ্ব শিশু দিবস। সেই শুভ্রতার দিনের শুভ্রতাকে শিশুদের হাসিতে আরো পবিত্র করে তুললো একদল স্বপ্নবাজ তরুণ-তরুণী, কিশোর-কিশোরী।

[৩] Whisper Of The Heart(WOTH)  একটি অলাভজনক সংস্থা যা শিশুদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। শিশুদের সুস্থ শৈশবের দিকে ধাবিত করা এই সংস্থার মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে এই সংস্থা শিশু-কিশোরদের জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন শিশুদের যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা,পিরিয়ড সংক্রান্ত সচেতনতা, মানসিক স্বাস্থ্যগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর।

[৪] ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নগরফুলদের নিয়ে তারা আয়োজন করে ‘নগরফুল চড়ুইভাতি’। উৎসবের অতিথি হিসেবে উপস্থিত ৫০ জন ক্ষুদে নগরফুল। দুপুরের খাবার,কেক,বেলুন,রঙিন কাগজে বানানো প্রজাপতি আর হাসিখুশি শিশুদের সরব উপস্থিতি-সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ছিলো উৎসবের আমেজ।

[৫] ডWhisper Of The Heart(WOTH) সংস্থার প্রতিষ্ঠাতা সানজিদা পারভীন জানান, ‘আমাদের উদ্দেশ্য হলো, আমাদের শিশুদের একটি সুন্দর শৈশব উপহার দেওয়া। আমাদের সমাজে এখনো যৌন হয়রানি, শিশুদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কথা বলা একটি নিষিদ্ধ ব্যাপার। আমরা এই নিষেধের বেড়াজাল ভেঙে শিশুদের আপন করে নিয়ে তাদের কথা শুনতে চাই,শোনাতে চাই। সর্বস্তরের শিশুদের কাছে আমরা পৌঁছে যেতে চাই। ভালো কাজ করতে খুব সামান্যই অর্থের প্রয়োজন, দরকার সদিচ্ছা এবং ভালোবাসা। আমাদের ভালোবাসার শক্তিকে কাজে লাগিয়ে শিশুদের জন্য আরো কার্যকরী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়