শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শিশুদের জন্য একদল স্বপ্নবাজ তরুণ-তরুণীর উদ্যোগ ‘হুইসপার অব দ্য হার্ট’

লিহান লিমা: [২] শরতের শুভ্রতার দিন অক্টোবর মাসের প্রথম সোমবার, বিশ্ব শিশু দিবস। সেই শুভ্রতার দিনের শুভ্রতাকে শিশুদের হাসিতে আরো পবিত্র করে তুললো একদল স্বপ্নবাজ তরুণ-তরুণী, কিশোর-কিশোরী।

[৩] Whisper Of The Heart(WOTH)  একটি অলাভজনক সংস্থা যা শিশুদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। শিশুদের সুস্থ শৈশবের দিকে ধাবিত করা এই সংস্থার মূল লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে এই সংস্থা শিশু-কিশোরদের জন্য বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম যেমন শিশুদের যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা,পিরিয়ড সংক্রান্ত সচেতনতা, মানসিক স্বাস্থ্যগত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর।

[৪] ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নগরফুলদের নিয়ে তারা আয়োজন করে ‘নগরফুল চড়ুইভাতি’। উৎসবের অতিথি হিসেবে উপস্থিত ৫০ জন ক্ষুদে নগরফুল। দুপুরের খাবার,কেক,বেলুন,রঙিন কাগজে বানানো প্রজাপতি আর হাসিখুশি শিশুদের সরব উপস্থিতি-সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ছিলো উৎসবের আমেজ।

[৫] ডWhisper Of The Heart(WOTH) সংস্থার প্রতিষ্ঠাতা সানজিদা পারভীন জানান, ‘আমাদের উদ্দেশ্য হলো, আমাদের শিশুদের একটি সুন্দর শৈশব উপহার দেওয়া। আমাদের সমাজে এখনো যৌন হয়রানি, শিশুদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কথা বলা একটি নিষিদ্ধ ব্যাপার। আমরা এই নিষেধের বেড়াজাল ভেঙে শিশুদের আপন করে নিয়ে তাদের কথা শুনতে চাই,শোনাতে চাই। সর্বস্তরের শিশুদের কাছে আমরা পৌঁছে যেতে চাই। ভালো কাজ করতে খুব সামান্যই অর্থের প্রয়োজন, দরকার সদিচ্ছা এবং ভালোবাসা। আমাদের ভালোবাসার শক্তিকে কাজে লাগিয়ে শিশুদের জন্য আরো কার্যকরী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়