শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২১, ০৯:৪৯ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২১, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহে ৪ জনের মৃত্যু

সাদেক আলী: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে কেউ মারা যায়নি। তবে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি অক্টোবর মাসে মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জন মারা গেছেন।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার ওসমান গনি (৬০), গফরগাঁও উপজেলার মো. আব্দুল খালেক (৫২), টাঙ্গাইল মধুপুর উপজেলার আবু বকর (৬৫) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার সোহরাব (৩৮)।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৮ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ২০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩২৯ টি নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪.৫৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ২৪ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ১৭৯ জন। আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়