শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন নাসুম আহমেদ

রাহুল রাজ: [২] চলতি বছরের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন প্রাপ্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন টাইগার স্পিনার নাসুম আহমেদ।

[৩]এক প্রেস বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন প্রাপ্ত তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। নাসুম আহমেদের সাথে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন নেপালের স্বন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকরণ মালহোত্রা।

[৪] নাসুম মনোনয়ন পেয়েছেন ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স বিবেচনায়। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-২ ব্যবধানে জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল নাসুমের। পাঁচ ম্যাচে মোট ৮ উইকেট শিকার করেছিলেন সিলেটের এই স্পিনার, ইকোনমি রেট ছিল তিনেরও নিচে।

[৫] অন্যদিকে লামিচানে আইসিসি বিশ্বকাপ সুপার লিগ-২ এ গেলে মাসে ৬ ওয়ানডে খেলে ১৮ উইকেট নিয়েছেন। এছাড়্ও পাপুয়ানিউগিনির বিপক্ষে মাত্র ১১ রানে নেন ৬ উইকেট। এচন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

[৬] যুক্তরাষ্ট্রের জাসকরণ মালহোত্রা চতুর্থ খেলোয়াড় হিসেবে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন পাপুয়া নিউগিনির বিপক্ষে। খেলেন ১৭৩* রানের দুর্দান্ত এক ইনিংস। সবমিলিয়ে ৬ ওয়ানডেতে ২৬১ রান করে দলকে জেতাতে দারুণ ভুমিকা রাখেন। যেকারণে মনোনয়ন পেয়েছেন এই ব্যাটার।

[৭] সেপ্টেম্বর মাসের মেয়ের সেরা ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের চার্লি ডিন ও হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকার লিজেলি লি।আইসিসি। সম্পদনা :এল আর বাদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়