শিরোনাম
◈ মো‌দি আমার বন্ধু, শাহবাজ উদার ম‌নের মানুষ, ভারত-পাকিস্তান সুন্দরভাবে একসঙ্গে চলবে: ট্রাম্প ◈ ১৪ মাসে ১৪ বার সদলবলে বিদেশ সফর, এবার প্রধান উপদেষ্টার রোম সফর নিয়ে প্রশ্ন উঠছে কেন? ◈ সব সরকারি কলেজে শিক্ষকদের ক্লাস বর্জন, পরীক্ষাও স্থগিত ◈ সি‌রিজ হারা‌নোর লজ্জা নি‌য়ে এবার হোয়াটওয়াশ এড়াতে আফগা‌নিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ  ◈ ঢাকা মার্কিন দূতাবাসে নজিরবিহীন নিরাপত্তা জোরদার, যুক্ত হয়েছে ডিএমপির বিশেষায়িত সোয়াট টিম ◈ পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার উঠ‌লো বিশ্বকা‌পে ◈ জর্ডা‌নের স‌ঙ্গে ড্র কর‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ১৪ বছরের বৈভব পে‌লেন র‌ঞ্জি ট্রফি‌তে সহঅধিনায়কের দায়িত্ব  ◈ শিবির সমর্থিত প্যানেলের জন্য আনা ৮০০ প্যাকেট খাবার ফেরত পাঠাল রাকসু নির্বাচন কমিশন ◈ চীনের উত্থানে বদলে যাচ্ছে আঞ্চলিক অর্থনীতি: বাংলাদেশের কৌশল কী?

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন নাসুম আহমেদ

রাহুল রাজ: [২] চলতি বছরের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন প্রাপ্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন টাইগার স্পিনার নাসুম আহমেদ।

[৩]এক প্রেস বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন প্রাপ্ত তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। নাসুম আহমেদের সাথে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন নেপালের স্বন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকরণ মালহোত্রা।

[৪] নাসুম মনোনয়ন পেয়েছেন ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স বিবেচনায়। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-২ ব্যবধানে জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল নাসুমের। পাঁচ ম্যাচে মোট ৮ উইকেট শিকার করেছিলেন সিলেটের এই স্পিনার, ইকোনমি রেট ছিল তিনেরও নিচে।

[৫] অন্যদিকে লামিচানে আইসিসি বিশ্বকাপ সুপার লিগ-২ এ গেলে মাসে ৬ ওয়ানডে খেলে ১৮ উইকেট নিয়েছেন। এছাড়্ও পাপুয়ানিউগিনির বিপক্ষে মাত্র ১১ রানে নেন ৬ উইকেট। এচন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

[৬] যুক্তরাষ্ট্রের জাসকরণ মালহোত্রা চতুর্থ খেলোয়াড় হিসেবে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন পাপুয়া নিউগিনির বিপক্ষে। খেলেন ১৭৩* রানের দুর্দান্ত এক ইনিংস। সবমিলিয়ে ৬ ওয়ানডেতে ২৬১ রান করে দলকে জেতাতে দারুণ ভুমিকা রাখেন। যেকারণে মনোনয়ন পেয়েছেন এই ব্যাটার।

[৭] সেপ্টেম্বর মাসের মেয়ের সেরা ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের চার্লি ডিন ও হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকার লিজেলি লি।আইসিসি। সম্পদনা :এল আর বাদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়