শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন নাসুম আহমেদ

রাহুল রাজ: [২] চলতি বছরের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন প্রাপ্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন টাইগার স্পিনার নাসুম আহমেদ।

[৩]এক প্রেস বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন প্রাপ্ত তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। নাসুম আহমেদের সাথে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন নেপালের স্বন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকরণ মালহোত্রা।

[৪] নাসুম মনোনয়ন পেয়েছেন ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স বিবেচনায়। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-২ ব্যবধানে জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল নাসুমের। পাঁচ ম্যাচে মোট ৮ উইকেট শিকার করেছিলেন সিলেটের এই স্পিনার, ইকোনমি রেট ছিল তিনেরও নিচে।

[৫] অন্যদিকে লামিচানে আইসিসি বিশ্বকাপ সুপার লিগ-২ এ গেলে মাসে ৬ ওয়ানডে খেলে ১৮ উইকেট নিয়েছেন। এছাড়্ও পাপুয়ানিউগিনির বিপক্ষে মাত্র ১১ রানে নেন ৬ উইকেট। এচন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

[৬] যুক্তরাষ্ট্রের জাসকরণ মালহোত্রা চতুর্থ খেলোয়াড় হিসেবে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন পাপুয়া নিউগিনির বিপক্ষে। খেলেন ১৭৩* রানের দুর্দান্ত এক ইনিংস। সবমিলিয়ে ৬ ওয়ানডেতে ২৬১ রান করে দলকে জেতাতে দারুণ ভুমিকা রাখেন। যেকারণে মনোনয়ন পেয়েছেন এই ব্যাটার।

[৭] সেপ্টেম্বর মাসের মেয়ের সেরা ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের চার্লি ডিন ও হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকার লিজেলি লি।আইসিসি। সম্পদনা :এল আর বাদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়