শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন নাসুম আহমেদ

রাহুল রাজ: [২] চলতি বছরের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন প্রাপ্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন টাইগার স্পিনার নাসুম আহমেদ।

[৩]এক প্রেস বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন প্রাপ্ত তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। নাসুম আহমেদের সাথে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন নেপালের স্বন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকরণ মালহোত্রা।

[৪] নাসুম মনোনয়ন পেয়েছেন ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স বিবেচনায়। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-২ ব্যবধানে জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল নাসুমের। পাঁচ ম্যাচে মোট ৮ উইকেট শিকার করেছিলেন সিলেটের এই স্পিনার, ইকোনমি রেট ছিল তিনেরও নিচে।

[৫] অন্যদিকে লামিচানে আইসিসি বিশ্বকাপ সুপার লিগ-২ এ গেলে মাসে ৬ ওয়ানডে খেলে ১৮ উইকেট নিয়েছেন। এছাড়্ও পাপুয়ানিউগিনির বিপক্ষে মাত্র ১১ রানে নেন ৬ উইকেট। এচন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

[৬] যুক্তরাষ্ট্রের জাসকরণ মালহোত্রা চতুর্থ খেলোয়াড় হিসেবে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন পাপুয়া নিউগিনির বিপক্ষে। খেলেন ১৭৩* রানের দুর্দান্ত এক ইনিংস। সবমিলিয়ে ৬ ওয়ানডেতে ২৬১ রান করে দলকে জেতাতে দারুণ ভুমিকা রাখেন। যেকারণে মনোনয়ন পেয়েছেন এই ব্যাটার।

[৭] সেপ্টেম্বর মাসের মেয়ের সেরা ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের চার্লি ডিন ও হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকার লিজেলি লি।আইসিসি। সম্পদনা :এল আর বাদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়