শিরোনাম
◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের ◈ ‌বি‌পিএল চ্যাম্পিয়ন হয়ে শান্তরা পেলো ২ কোটি ৭৫ লাখ টাকা ◈ যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় না থাকায় কতটা ক্ষতি হবে বাংলাদেশের ◈ সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি ◈ শান্তিপ্রিয় বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করবে: প্রণয় ভার্মা ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণ-গণনা নিয়ে ইসির পরিপত্র জারি ◈ আইসিসি আমাদের অনুরোধে সাড়া দেয়নি, কিছু করার নেই: বিসিবি  ◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও)

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২১, ০৪:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন নাসুম আহমেদ

রাহুল রাজ: [২] চলতি বছরের সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন প্রাপ্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন টাইগার স্পিনার নাসুম আহমেদ।

[৩]এক প্রেস বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনয়ন প্রাপ্ত তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। নাসুম আহমেদের সাথে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে আছেন নেপালের স্বন্দীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জাসকরণ মালহোত্রা।

[৪] নাসুম মনোনয়ন পেয়েছেন ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্স বিবেচনায়। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-২ ব্যবধানে জেতাতে উল্লেখযোগ্য ভূমিকা ছিল নাসুমের। পাঁচ ম্যাচে মোট ৮ উইকেট শিকার করেছিলেন সিলেটের এই স্পিনার, ইকোনমি রেট ছিল তিনেরও নিচে।

[৫] অন্যদিকে লামিচানে আইসিসি বিশ্বকাপ সুপার লিগ-২ এ গেলে মাসে ৬ ওয়ানডে খেলে ১৮ উইকেট নিয়েছেন। এছাড়্ও পাপুয়ানিউগিনির বিপক্ষে মাত্র ১১ রানে নেন ৬ উইকেট। এচন্য মনোনয়ন পেয়েছেন তিনি।

[৬] যুক্তরাষ্ট্রের জাসকরণ মালহোত্রা চতুর্থ খেলোয়াড় হিসেবে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন পাপুয়া নিউগিনির বিপক্ষে। খেলেন ১৭৩* রানের দুর্দান্ত এক ইনিংস। সবমিলিয়ে ৬ ওয়ানডেতে ২৬১ রান করে দলকে জেতাতে দারুণ ভুমিকা রাখেন। যেকারণে মনোনয়ন পেয়েছেন এই ব্যাটার।

[৭] সেপ্টেম্বর মাসের মেয়ের সেরা ক্রিকেটার হওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের চার্লি ডিন ও হিদার নাইট এবং দক্ষিণ আফ্রিকার লিজেলি লি।আইসিসি। সম্পদনা :এল আর বাদল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়