আফরোজা সরকার: [২] ডেন্টাল চেয়ার ক্রয়ের নামে প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত মঙ্গলবার মামলা দায়ের করেছে।
[৩] দুদকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ ২০১২-১৩ অর্থবছরে কোনো ব্যাংক গ্যারান্টি ছাড়াই রংপুর মেডিকেল কলেজের জন্য পাঁচটি ডেন্টাল চেয়ার ক্রয় করেছেন। এতে সঠিক কোনো পরিকল্পনা, বাজার দর যাচাই, অফিশিয়াল প্রাক্কলন প্রস্তুত, টেন্ডার ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটি গঠনসহ প্রস্তুতি শর্তাদি পরিপালন করেননি। যা পিসিআর ২০০৮-এর ক্রয় বিধি লঙ্ঘন বলে প্রতিয়মান হয়েছে। এ ব্যাপারে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে দূর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে একজন উপ-পরিচালকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি র্দীঘ সময়ে নিবির তদন্ত করে অভিযোগের সত্যতার প্রমান পান। এর ফলে ঐ সব ক্রয়কৃত মালামালের বাবদ এক কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
[৪] এ ব্যাপারে দূর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের উপ সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে এই মামলা দায়ের করেন। দূর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের তত্বাবধানে দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয় মামলাটি দায়ের করে।