বিনোদন ডেস্ক: মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর থেকে রাতদিন এক করে ছেলেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
এদিকে শাহরুখ খানের এ বিপদের সময় তার পাশে এসে দাঁড়িয়েছেন ভক্তরা। ‘বাদশা’কে সাহস যোগাতে তারা মান্নাতের সামনে গিয়ে দিয়েছেন বিশেষ বার্তা। নিউজ ১৮
সামাজিক মাধ্যমে একটি ছবি শাহরুখ খানের ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মান্নাতের বাইরে একটি প্ল্যাকার্ড ঝোলানো রয়েছে। এতে লেখা, ‘বিশ্বের সমস্ত প্রান্তের ভক্তরা হৃদয় থেকে ভালোবাসা জানাচ্ছি। আমরা আপনার অনুরাগী। দৃঢ় এবং নিঃস্বার্থভাবে আপনার এই কঠিন সময়ে আমরা পাশে রয়েছি। নিজের খেয়াল রাখবেন কিং। ’
শাহরুখ খান এই কঠিন পরিস্থিতিতে পাশে পেয়েছেন তার বন্ধু ও বলিউড সুপারস্টার সালমান খানকে। এছাড়াও ঋত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানসহ ইন্ডাস্ট্রির অনেকেই পাশে দাঁড়িয়েছেন তার। একই সঙ্গে নানা দেশ থেকে শাহরুখ ভক্তরা তাকে বিশেষ বার্তা দিচ্ছেন।