আমিরুল ইসলাম: [২] গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ক্ষমতাহীন নির্বাচন কমিশন গঠন করে লাভ হবে না। দু’বছরের জন্য জাতীয় সরকার করে বেশ কিছু আইনের পরিবর্তন করা দরকার
[৩] কেবল একটি সঠিক নির্বাচন কমিশন হলেই সবকিছু সমাধান হবে না। হাতা-পা বেঁধে দিয়ে সাঁতার দিতে বললে সাঁতার দিতে পারবে না।
[৪] তিন মাসের জন্য তত্ত¡াবধায়ক সরকার হলে তারাও ক্ষমতাহীন। তাদেরও আসলে কিছু করার থাকে না। এখানে কিছু মৌলিক পরিবর্তন দরকার।
[৫] সার্চ কমিটি যাদের নিয়ে গঠিত হবে তাদের সম্পত্তির পুরো হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। তাদের সম্পর্কে সকল তথ্য জনসম্মুখে প্রকাশ করা উচিত। ৬-৭ জন নিয়ে সার্চ কমিটি গঠন করা যেতে পারে।
[৬] আমাদের সংবিধানেরও সংশোধনের প্রয়োজন। একটা ক্ষমতাশালী নির্বাচন কমিশন করে জনগণকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।