সালেহ্ বিপ্লব: [২] সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটি। যে সব সরঞ্জাম সমরাস্ত্র বহরে যোগ হচ্ছে, তার মধ্যে রয়েছে পরিবহন বিমান, ট্যাংক, হেলিকপ্টার আকাশপথে আগাম সতর্কীকরণ এবং এন্টিড্রোন সিস্টেম। ডিফেন্স এভিয়েশন পোস্ট
[৩] নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা জানান, সামরিক শক্তিতে ভারতকে আত্মনির্ভর করার যে ঘোষণা সরকার দিয়েছে, এসব পদক্ষেপ তারই প্রতিফলন। সামরিক সরঞ্জামে বিদেশ-নির্ভরতা কমানোরও লক্ষ্য আমাদের।
[৪] গত ২৪ সেপ্টেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় ৫৬টি সি-২৯৫ মাঝারি আকারের পরিবহন বিমান কেনার জন্য এয়ারবাস ডিফেন্স এন্ড স্পেস-এর সঙ্গে ২২ হাজার কোটি রুপির চুক্তি সই করেছে।
[৫] এয়ারবাস কোম্পানি এই প্রকল্পটি বাস্তবায়ন করবে টাটা এডভান্সড সিস্টেমস লিমিেেটডের সহায়তায়।
[৬] প্রথম যে ১৬টি বিমান সরবরাহ করা হবে, সেগুলো স্পেনে তৈরি অবস্থায় রয়েছে। এয়ারবাস ডিফেন্স সেগুলো নিয়ে আসবে। বাকি ৪০টি বিমান স্থানীয়ভাবে অ্যাসেম্বল করবে টাটা।
[৭] সি-২৯৫ বিমান ক্রয়ের চুক্তি সইয়ের আগের দিন ১১৮টি অর্জুন এমকে-১এ ট্যাংক কিনতে তামিলনাড়ুর হেভি ভেহিকেলস-এর সঙ্গে ৭৫২৩ কোটি রুপির চুক্তি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।