লুৎফর রহমান হিমেল: প্যান্ডোরা পেপারস কেলেংকারিতে বাংলাদেশের কারো নাম নেই! প্যান্ডোরা বক্স নিয়ে সারা বিশ্বে হৈচৈ পড়ে গেছে। রাজনীতিক, নেতা, ব্যবসায়ী, তারকার কারো চোখে ঘুম নেই। সবাই আতঙ্কে, কখন কার নাম আর কেলেংকারি বেরিয়ে পড়ে! তবে ‘আশার কথা’ হলো বাংলাদেশের কারো নাম নেই। যে দেশে মাত্র ৫টি টাকা ঘুষ দিয়ে উল্টোপথে রিকশা নিয়ে যাওয়া যায়, সেদেশের কারো নাম নেই প্যান্ডোরার বাক্সে! অবাক করার মতো খবরই বটে। প্যান্ডোরার বাক্সে পাকিস্তানের ৭০০ জন, ভারতের ৫০০ জনের নাম বেরিয়ে এসেছে এ পর্যন্ত। আছে নেপালেরও অনেকের নাম।
আমেরিকা-ব্রিটেন তো আছেই। প্যান্ডোরার বাক্স থেকে বাংলাদেশের কারো নাম এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে প্রকাশ না হওয়ার কারণ সম্পর্কে জানা যাচ্ছে, ওই রিপোর্টগুলো করা হয়েছে আন্তর্জাতিক অঙ্গসংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) পরিচালিত ১১৭টি দেশের অনুসন্ধানী সাংবাদিকদের অংশগ্রহণে। বাংলাদেশের কোনো অনুসন্ধানী সাংবাদিক এতে অংশ নেননি। যে কারণে ওই বাক্স থেকে দেশজ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও আসেনি। বাংলাদেশের নাম না থাকায় আমি প্রথমদিকে বেশ স্বস্তিতে ছিলাম। পরে যখন জানলাম যে, দেশে অনুসন্ধানী কোনো সাংবাদিকই নেই যারা ওই অলাভজনক সংগঠনের সঙ্গে যুক্ত, তখন হতাশ হলাম। ‘জানা গেছে’, ‘বলেছেন’, ‘জানান’, ‘উদ্বোধন করেন’ জাতীয় সাংবাদিকতা দিয়ে আসলে কোনো কাজ হয় না। দেশ বা জনকল্যাণ যদি না হয় সেটি সাংবাদিকতার মধ্যেই তো পড়ে না। লেখক : সাংবাদিক। ফেসবুক থেকে